আগামী ১৭ এপ্রিল শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট। চতুর্থ দফায় পাঁচজনের মৃত্যু হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। এরমধ্যে চারজনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। ফলে পরবর্তী দফার নির্বাচনে অনেক বেশি সতর্ক কমিশন। পঞ্চম দফায় মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই দফায় মোট ৪৫ আসনে ভোটগ্রহন হবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ভোট হতে চলেছে। হিংসা এবং অশান্তির কথা মাথায় রেখে এই দফায় ভোটের ৭২ ঘন্টা আগেই প্রচার শেষ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। কমিশনের নির্দেষ অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার রাত ১০টায় শেষ হবে প্রচার। কিন্তু এরমধ্যেই আরও বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। থাকছে ক্যুইক রেসপন্স টিম, সিসিটিভি, ওয়েব কাস্টিং সহ অন্যান্য ব্যবস্থা। পাশাপাশি থাকবেন কমিশনের অবজারভাররাও। এবার দেখে নেওয়া যাক কোথায় কত বাহিনী দিচ্ছে কমিশন।
উত্তর ২৪ পরগনা—
বারাসত পুলিশ জেলায় মোট ১,৩০৫টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বসিরহাট পুলিশ জেলায় মোট ১,৮৩৪টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ১,৩৪০টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বিধাননগর পুলিশ কমিশনারেটের ১,০১৪টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
নদিয়া—
কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৭৩টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
রানাঘাট পুলিশ জেলায় ২,৭৩১টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব বর্ধমান—
পূর্ব বর্ধমানের ৮টি আসনের ২,৮১০টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ১৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দার্জিলিং—
দার্জিলিং জেলায় ১,০৭৪টি বুথের জন্য মোতায়েন থাকছে ৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ১,১৬০টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কালিম্পং পুলিশ জেলার ৩০১টি বুথের জন্য ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
জলপাইগুড়ি—
জলপাইগুড়ি জেলা পুলিশের ২,০৪৭টি বুথের জন্য ১২৩ মোতায়েন করা হচ্ছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।