দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুশীল চন্দ্র। সুশীল চন্দ্রই দেশের ২৪ তম মুখ্য নির্বাচন কমিশনার। সুনীল অরোরার অবসরের পর দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন সুশীল চন্দ্র, মঙ্গলবারই সুনীলের স্থানে বসলেন সুশীল চন্দ্র। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন ঘোষণা করলেও, ফলপ্রকাশের আগেই অবসর নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।আইআইটি স্নাতক সুশীল চন্দ্র ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার। মহারাষ্ট্রের পর গুজরাটে ডিজি (তদন্ত)-র দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশনে যোগ দেওয়ার প্রাক্কালে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর চেয়ারপার্সন ছিলেন সুশীল চন্দ্র। তবে চন্দ্র ২০২২ সালের ১৪ মে অবসর নেবেন। তার আগে পঞ্জাব, উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে ভোটগ্রহণ হবে। রুরকি বিশ্ববিদ্যালয় থেকে নিজের বিটেক করেন চন্দ্র এবং দেহরাদূন থেকে আইনে স্নাতক হন। ১৯৮০ সালে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দেন তিনি।
2021-04-13