জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর করার এখনই কোনও পরিকল্পনা নেই নরেন্দ্র মোদী সরকারের। তবে কখনও তা বাস্তবায়িত হলে, তাতে গোর্খা সম্প্রদায়ের উপর প্রভাব পড়বে না। মঙ্গলবার ভোটপ্রচারে দার্জিলিঙে গিয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এনআরসি কার্যকর করার বিরুদ্ধে বিরোধী দল থেকে নাগরিক সমাজের একাংশের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। এ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ দেখিয়েছে তারা। তবে অবিলম্বেই এনআরসি চালু করার কথা ভাবা হচ্ছে না বলে মঙ্গলবার দার্জিলিঙের জনসভা থেকে সাফ জানিয়েছেন শাহ। সেই সঙ্গে এ নিয়ে পাহাড়ের গোর্খা সম্প্রদায়ের মানুষজনকেও আশ্বাস দিয়েছেন তিনি।
নীলবাড়ির ল়ড়াইয়ের পঞ্চম দফায় শনিবার ১৭ এপ্রিল দার্জিলিঙে ভোট। দার্জিলিং কেন্দ্রে বিজেপি-র প্রার্থী নীরজ তামাং জিম্বার সমর্থনে সেখানে জনসভা করেন শাহ। সভায় নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘‘(এনআরসি নিয়ে) দিদি আপনাদের ভয় দেখাচ্ছেন। আসলে আপনাদের ভয় দেখিয়ে আপনাদের উপর যে জুলুম করেছেন, তা ভোলাতে চাইছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলছি, এনআরসি নিয়ে এখনই কোনও কথা হচ্ছে না। তবে ভবিষ্যতে কখনও হলে, গোর্খাদের কেশাগ্রও কেউ ছুঁতে পারবে না। গোর্খারা এই দেশের গর্ব। তাঁরা অনুপ্রবেশকারী হতে পারেন না।’’