শুক্রবার সকালেই এনআরএস-এ গিয়েছিলেন আইএমএ-র সভাপতি শান্তনু সেন। সেখানে গিয়েই তিনি বলেন, “এখানে এসে দেখলাম এমন অনেকেই রয়েছেন যাঁরা এখানকার নন। জুনিয়র ডাক্তারও নন। বরং নন-মেডিক্যাল পার্সন। অনেক আগে পাশ করে গিয়েছেন। অন্য কোথাও চাকরি করেন। তাঁরা এঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আমার অনুরোধ তাঁদের যেন শুভবুদ্ধির উদয় হয়।”
শান্তনু সেনের এ হেন মন্তব্যের পরেই প্রতিবাদে গর্জে ওঠে এনআরএস। জিবি মিটিং শেষের পরেই হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে জড়ো হন জুনিয়র ডাক্তাররা। চলতে থাকে স্লোগান। তালে তালে সকলেই বলতে থাকেন, “আমরা কারা……বহিরাগত”। এরপর শান্তনু সেনকেও ‘বহিরাগত’ বলে তোপ দাগেন আন্দোলনকারীরা।
এ দিন এনআরএস-এ এসে এ দিন আইএমএ-এর প্রেসিডেন্ট শান্তনু সেন জানান, এই অচলাবস্থার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে। বিক্ষোভরত ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, “রোগীদের যে অসুবিধে হচ্ছে সেটা কেউই চান না। আন্দোলনকারীরাও না। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী যখন ডাকছেন তখন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের উচিত নবান্নে গিয়ে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধান করা।”