১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে ওই সময় ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়েছে। চৈত্রের শেষে ও বৈশাখের শুরুতে বিভিন্ন রাজ্যে নানা উৎসব হয়। সেজন্যই বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ এপ্রিল তেলুগু নববর্ষ পালিত হবে। সেই সঙ্গে উগাদি উৎসব, সাজিবু ননগামপামবা, নবরাত্র ও বৈশাখি উৎসব পালিত হবে বিভিন্ন রাজ্যে। সেজন্য ১৩ এপ্রিল যে শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার মধ্যে আছে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগর।
১৪ এপ্রিল পালিত হবে বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, তামিল নববর্ষ, বিজু ফেস্টিভাল, চেইরাওবা এবং বোহাগ বিহু। সেজন্য যে শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার মধ্যে আছে কলকাতা, আগরতলা, আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরম।
১৫ এপ্রিল পালিত হবে বাংলা নববর্ষ, হিমাচল দিবস, বোহাগ বিহু, সারহুল। ওই উপলক্ষে কলকাতা, আগরতলা, গুয়াহাটি, রাঁচি ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ তারিখে পালিত হবে বোহাগ বিহু। সেদিন গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এছাড়া ২১ এপ্রিল রামনবমী উপলক্ষে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ এপ্রিল সেকেন্ড স্যাটারডে উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।