১৪ এপ্রিলে বড় সিদ্ধান্ত, বেসরকারিকরণের পথে দুই ব্যাঙ্ক

২০২১-২২ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।সেই কারণে বেসরকারিকরণের পথে হাঁটবে কেন্দ্র। আইডিবিআই ব্যাঙ্ক ছাড়াও আগামী অর্থবর্ষে আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ করা হবে। যদিও কোন সরকারি ব্যঙ্কগুলি বেসরকারিকরণ হবে তার নাম বলেননি তিনি।

সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল, বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নীতি আয়োগের বৈঠক হতে চলেছে। চার থেকে পাঁচটি সরকারি ব্যঙ্কের নাম থাকতে পারে বেসরকারিকরণের প্রস্তাবিত তালিকায়৷ পাঁচটি নামের মধ্যে থেকে দুটি নাম এই বৈঠকে স্থির করা হবে৷ বেসরকারিকরণের তালিকায় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্কের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক গ্রাহকদের পাশাপাশি বিনিয়োগকারীদের মনেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে, কোন দু’টি সরকারি ব্যাঙ্ককে এ বার বেসরকারিকরণ করা হতে পারে।

সূত্র মারফত জানা গিয়েছে, ব্যাঙ্কের বেসরকারিকরণের পথ মসৃণ করতে আইন সংশোধনের পথে কেন্দ্র। চলতি বছরের শেষের দিকে দুটি আইন সংশোধন করা হতে পারে। ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য ১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্কিং কোম্পানি আইন সরকারকে সংশোধন করার প্রয়োজন হতে পারে।

ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রভাব অ্যাকাউন্টে কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে গ্রাহকদের মনে। তবে বাজেটে কেন্দ্রের এই ঘোষণার পরই ব্যাঙ্কের শেয়ার দর বাড়তে শুরু করেছে বাজারে।নীতি আয়োগের তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া বেশ কিছু এমন ব্যাঙ্ক আছে বিগত বছরগুলিতে অন্য সরকারি ব্যাঙ্কগুলি মিশে গিয়েছে ৷ সেই ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ হবেনা ৷

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণ ও নয়া ব্যাঙ্কিং নীতি। এই দুইয়ের প্রতিবাদে সরব হয়েছে দেশের ব্যাঙ্ককর্মী সংগঠনগুলি। তাদের দাবি,রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক শিক্ষিত যুবসমাজের জন্য একটি স্থায়ী নির্ভরযোগ্য চাকরির জায়গা। পাইভেট ব্যাঙ্কগুলোর চাকরির স্থিরতা নেই। তাই ব্যাঙ্ক প্রাইভেট করা হলে দেশের কমবয়সী চাকুরিজীবীরা ভবিষ্যতে সঙ্কটে পড়বেন।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বাস দিয়েছিলেন যে, সারা দেশের সমস্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.