⭕⭕⭕কৌট নেড়ে পাবলিকের পয়সা মেরে খাওয়া,, বা শিল্প লাটে তুলে সেই জমিতে প্রোমোটারি করে সংসার চালানো “চিক্কিত চিটিংবাজ” বামপন্থীদের কাজেরমাসী বলার তীব্র বিরোধীতা করছি,, কারণ কাজের মাসীরা খেটে খায়, চীনের টাকায় বা লালশালু ঝুলিয়ে বা কৌটনেড়ে পাবলিকের পকেট মেরে নয়..!!
ব্যাপার এটাই যে 35/40 বছরের দামড়ি “শিক্কিতো”, বেকার মহিলারা যদি বাপের হোটেলে খায় তাকে কাজেরমাসি বলাটা অন্যায়, কারণ গৃহপরিচারিকারা দশবারোটা বাড়িতে সাইকেল বা হেঁটে গিয়ে কাজ করে দশপনেরহাজার রোজগার করে তাই দিয়ে পরিবার পালন করে কিছু জমিয়ে আস্তে আস্তে ঘর তোলেন।
আর একজন সত্যি সত্যি গৃহপরিচারিকা পেশার মহিলা আজকে বিজেপির হয়ে বিধানসভার ক্যান্ডিডেট,, সুতরাং বিজেপিকে টিজ করার আগে নিজেদের অওকাত বুঝে নিন কমিউনিষ্টরা।
পরিশ্রমের মর্যাদা যারা দিতে পারেনা সেই দামড়ি মাকুনিকে কাজেরমাসি বলে সন্মান দেবার কোন কারণ দেখছিনা,, কৌটনেড়ে সংসার চালানো বামেদের বড়জোর অকাজের মাসি বলা যেতে পারে..!!
পুনশ্চঃ- আমার বাড়িতে কাজের দিদি মাসে 15হাজার ইনকাম করে এবং বন্ধন ব্যাঙ্কের পাড়া ভিত্তিক লোন সমিতিতে যোগদিয়ে নিজের দমে টিভি/বক্সখাট/আলমারি/সেলাই মেশিন/ফ্রিজ কিনেছে। সেখানে উচ্চশিক্ষার গর্ব করা “অকাজের বামমাসী” 5হাজার টাকায় পার্টির হোলটাইমারি করে, আবার সেটা গর্বের সাথে পোস্ট করে,, লজ্জা লাগা উচিত এদের।
আমার মনে হয় এসব অকাজের মাসীদের জন্য আপামর নারীকুল আজ লজ্জিত…!!!
লেখাটা পড়ে কারোর ঝাল লাগলে, ইনশাআল্লাহ্ আমার লেখা স্বার্থক।