শনিবারের পর সোমবার ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ৩টি জনসভা করার কথা তাঁর। প্রথম সভাটি করছেন বর্ধমানের তালিতে। এই জনসভা থেকে আগামী ৪ দফার ভোটের জন্য মোদী কী বার্তা দেন সে দিকেই চোখ সবার।
কী বলছেন প্রধানমন্ত্রী, দেখে নিন সরাসরি।
• রামমোহন, বিবেকানন্দ, রামকৃষ্ণ, হরিচাঁদ ঠাকুরের বাংলায় দিদির কাছের নেতা তফসিলি জাতির মানুষদের অপমান করেছেন। দিদি সেই বিষয়ে কিছু বলেননি। বাংলার মানুষ এটা মেনে নেবে না। আপনি এটা ঠিক করেননি দিদি। এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম মুখ খোলেনি।
• যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর আর ফেরেনি, সে রকম দিদিও আর ফিরবে না।
• দিদি আপনাদের সঙ্গে খেলার কথা বলেছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে দিদি ক্লিন বোন্ড হয়ে গিয়েছেন।
• ৪ দফাতেই বিজেপি-র সিটের সেঞ্চুরি হয়ে গিয়েছে। দিদি হেরে গিয়েছেন। তাই দিদির রাগ ও হতাশা বাড়ছে।
• মহাবীরের এই পবিত্র ভূমিকে প্রণাম জানাই।
• ভারত মাতা কী জয়। হর হর মহাদেব।