করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কোচিং সেন্টারগুলোকেও বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষাসংক্রান্ত আগে কোন সূচি আগে ঘোষণা করা হয়ে থাকলে, তা সূচি অনুযায়ী হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারীরা সেই সময় উপস্থিত থাকবেন। এর আগে মুখ্যমন্ত্রীর আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন কোনো ধর্মীয় স্থানে একসঙ্গে ৫জনের বেশি প্রবেশ না করতে পারেন। কোভিদ ১৯ প্রকোপ রোধ করতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
2021-04-11