এক ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন বেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের এটাহ জেলার বঢ়পুরা থানা এলাকার কসোয়া গ্রামে ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ১২ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে আহত ৪০ জনেরও বেশি জখম হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটিতে প্রায় ৫৫ জন যাত্রী ছিল। তাতে বেশ কয়েকজন মহিলা এবং শিশুও ছিলেন। তাঁরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে লাখনায় যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৩৫ ফুট গভীর একটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকার্য। দেখা যায়, দুর্ঘটনার জেরে অনেকেই লরিটি থেকে ছিটকে দূরে গিয়ে পড়েছেন। কাউকে আবার লরির নিচ থেকেও উদ্ধার করা হয়।শেষ পাওয়া খবর পর্যন্ত, ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন মারা গিয়েছেন। মৃতদের প্রত্যেকেই পুরুষ। এছাড়া ৪০ জন আহতও হয়েছেন। তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে খবর। এদিকে, ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ঠিক কি কারণে দুর্ঘটনা, তা জানার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা। লরিটির গতিবেগ বেশি ছিল নাকি চালক মদ্যপ অবস্থায় ছিলেন, সেই সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আহতদের বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন পুলিশের আধিকারিকরা। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
2021-04-11