বাড়তে বাড়তে দৈনিক সংক্রমণ দেড় লক্ষ ছাড়াল দেশে। শনিবার সারা দেশে কোভিড আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন। একদিনে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮৩৯ জনের। সেইসঙ্গে দেশে মোট কোভিড আক্রান্ত হওয়ার সংখ্যা এক কোটি ৩৩ লক্ষ পার করে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মোট সংক্রমণের ৭২ শতাংশের বেশি পাঁচ রাজ্যের। সেই রাজ্যগুলি যথাক্রমে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, উত্তরপ্রদেশ এবং ছত্তীসগড়। এই মুহূর্তে দেশে কোভিড সক্রিয় রোগীদের ৫১ শতাংশের বেশি মহারাষ্ট্রের।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত লণ্ডভণ্ড অবস্থা। একাধিক রাজ্য নতুন করে বিধি আরোপ শুরু করেছে। মহারাষ্ট্রে নাইট কার্ফু, মধ্যপ্রদেশে একদিনের লকডাউন, দিল্লিতে জমায়েতে নিষেধাজ্ঞা, বাংলায় সরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরার মতো বিধি জারি করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি।
বাংলাতেও শনিবারের সংক্রমণ চার হাজারের গণ্ডি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। গত ৮ এপ্রিল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছিলেন, এই মুহূর্তে দেশে লকডাউনের প্রয়োজন নেই। তবে আজ রবিবার থেকে টিকাকরণ উৎসব চালুর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। আজ থেকে সমস্ত রাজ্যে টিকাকরণে আরও বেশি জোর দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে বহু রাজ্যে ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। বাংলাতেও কেন্দ্রীয় স্টোরগুলিতে টিকার আকাল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। সোমবার বাংলায় আরও চার লক্ষ ডোজ ভ্যাকসিন আসার কথা। তাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।