IPL2021 Live: ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৫/৫

১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৫/৫

ইশান আউট৷ মুম্বই ইন্ডিয়ান্স ১৪৫/৫৷ ১৯ বলে ২৮ রান করে এলবিডব্লিউ হন তিনি৷

দুর্দান্ত বোলিং রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ কিন্তু জঘন্য ফিল্ডিং বিরাটের দল৷ ইশানের সহদ ক্যাচ ফেললেন সিরাজ৷

ইশানকে সঙ্গ দিতে ক্রিজে এলেন কাইরন পোলার্ড৷

হার্দিক আউট, মুম্বই ইন্ডিয়ান্স ১৩৫/৪৷ মাত্র ১৩ রান করে ডাগ-আউটে ফিরলেন হার্দিক৷

১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১২৮/৩ (ইশান ২০ ও হার্দিক ৭)

ইশানের সঙ্গে ক্রিজে হার্দিক পান্ডিয়া৷

ব্যক্তিগত ৪৯ রানে ডাগ-আউটে ফিরলেন লিন৷ ৩৫ বলের ইনিংসে তিনটি ছয় ও চারটি বাউন্ডারি মারেন তিনি৷

লিন আউট, মুম্বই ইন্ডিয়ান্স ১০৫/৩৷

ক্রিজে ইশান কিষান৷ লিনকে সঙ্গে দিতে এলেন এই বাঁ-হাতি৷

সূর্যৃকুমার আউট, মুম্বই ইন্ডিয়ান্স ৯৪/২৷ ২৩ বলে ৩১ চারটি বাউন্ডারি ও একটি ছক্ক-সহ ৩১ রান করে ডাগ-আউটে ফিরলেন সূর্যকুমার৷

১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৮৬/১ ৷(লিন ৪১ ও সূর্যকুমার ২৪)

দশম ওভারে দারুণ কামব্যাক আরসিবি-র৷ মাত্র তিন রান দিলেন চাহাল৷

৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৮৩/১

নবম ওভারে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ১৩ রান নিলেন মুম্বইয়ের দুই ব্যাটসম্যান৷

৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৭০/১৷ (লিন ৩৩ ও সূর্যকুমার ১৭)

চেনা ছন্দে লিন৷ ইতিমধ্যেই তিনটি ছক্কা হাঁকিয়েছেন প্রাক্তন নাইট ব্যাটসম্যান৷

পাওয়ার প্লে (৬ ওভার) শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৪১/১ (লিন ১৩ ও সূর্যকুমার ৯)

ক্রিজে এলেন সূর্যকুমার৷ এসেই আক্রমণা্ত্মক এই ডানহাতি৷

লিনের সঙ্গে মিক্স-আপে রোহিতের উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স৷

রোহিত আউট, মুম্বই ইন্ডিয়ান্স ২৪/১৷ ১৯ রানে রান-আউট রোহিত৷

তৃতীয় ওভার শেষে মুম্বই ১২/০

দ্বিতীয় ওভার শেষে মুম্বই ৬/০৷ আইপিএল অভিষেকে দুর্দান্ত জেমিসন৷ প্রথম ওভারে মাত্র এক রান দিলেন কিউয়ি অল-রাউন্ডার৷

দ্বিতীয় ওভারে বল হাতে জেমিসন৷ আইপিএলের অভিষেক হল দৈত্যকায় কিউয়ি অল-রাউন্ডারের৷ আইপিএলের জেমিসন প্রথম বল করলেন রোহিতকে৷

প্রথম ওভার শেষে মুম্বই ৫/০৷ প্রথম ওভারের ছ’টি বলই খেলেন রোহিত৷ রোহিত ৫ ও লিন ০ রানে অপরাজিত৷

ক্রিজে মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ক্রিস লিন৷ প্রাক্তন নাইট তারকা লিনকে দলে নিয়েছে মুম্বই৷ আরসিবি-র হয়ে বোলিং ওপেন করছেন মহম্দদ সিরাজ৷

শুরু হয়ে গেল আইপিএলের চতুর্দশ সংস্করণ৷ শুক্রবার সন্ধ্যায় চিপকে প্রথম ম্যাচে মুখোমুখি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ রোহিত শর্মাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং বিরাট কোহলির৷ আইপিএলে শততম ম্যাচ যুবেন্দ্র চাহালের৷

আইপিএলের ইতিহাসে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স৷ গত দু’বার ট্রফি জিতে হ্যাটট্রিকের সামনে রোহিত অ্যান্ড কোং৷ গত বছর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবার খেতাব জেতে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রজত পতিদার, এবি ডি’ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, শাহবাদ আহমেদ, হর্যদ প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুবেন্দ্র চাহাল৷

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (ক্যাপ্টেন), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়া, মার্কো জ্যানসেন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.