বৃহস্পতিবার রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৮৩। শুক্রবার সেই সংখ্যাটা এক ধাক্কায় ৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেল। আর কলকাতায় নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতরের পক্ষে আরও উদ্বেগের বিষয়, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে যত জনের পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি ১০০ জনের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ১০ জনেরও বেশি।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬৪৮। যেখানে এপ্রিলের প্রথম দিনে সংক্রমণ ছিল ১ হাজার ২৭৪। দৈনিক সংক্রমণের হার বৃহস্পতিবার ৮.৩১ শতাংশ থেকে বেড়ে একলাফে পৌঁছে গিয়েছে ১০.১০ শতাংশে। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৮৪। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬০৩।