চোখের সামনে ভেঙে পড়ছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। শহরের হাসপাতালে হাসপাতালে গণ ইস্তফার ধুম। এবার এসএসকেএমের ২০০ ডাক্তার ইস্তফা দিলেন একসঙ্গে। এইসঙ্গে আরজিকরে যে সংখ্যা সকালে ছিল ৮২, এখন তা দাঁড়িয়েছে ১০৭-এ। ন্যাশানাল মেডিকেল কলেজে ইস্তফা দিলেন ৩৫ জন। একই অবস্থা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও খোদ এনআরএসের। অবস্থা এমন যে নতুন রোগী তো দূর, যারা আগে থেকে ভর্তি রয়েছেন তাঁদের চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে একপ্রকার এমারজেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে কোনওরকম কথা বলার প্রয়োজন বোধ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ব্যস্ত বীজপুরের দলের সভা নিয়ে।
ফলে সাধারণ রোগীর হয়রানি চরম উঠেছে। কারণ আন্দোলনকারী ডাক্তাররাও জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আন্দোলন চলবে।