রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার ভোট। নিজেদের অধিকার প্রয়োগ করবেন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, আলিপুরদুয়ার ও কোচবিহারের মানুষ। তাঁর আগে শুক্রবার রাজ্যে প্রচারের ঝড় তুলতে মরিয়া বিজেপি। আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচার চালাবেন জেপি নাড্ডাও।
এদিন ৩ টি রোড শো রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। এদিন মোট ৩ টি রোড শো করবেন তিনি। দুপুর ১১ টা ৪০ নাগাদ বাগুইহাটি ভিআইপি-সাতগাছিয়া যশোর রোড, রাজারহাট-গোপালপুরে প্রথম রোড শো করবেন নাড্ডা। এরপর দুপুর ১ টা ৫ এ চাকদহ চৌরাস্তা থেকে চাকদহ রথতলা অবধি আর একটি রোড শো’তে অংশ নেবেন তিনি। অপর রোড শো’টি করবেন বর্ধমানে।
একদিকে যখন সর্বভারতীয় সভাপতি প্রচার চালাবেন, তখন ডবল ইঞ্জিন সরকারের হয়ে সওয়াল করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বেলা ১২ টায় সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এরপর দুপুর ২ টোয় ভবানীপুরে ভবানীপুরে প্রচার করবেন অমিত শাহ। সেই প্রচার শেষ হলে জগদ্দলে বিকেল ৪ টেয় রোড শো রয়েছে শাহের। জগদ্দলের রোড শো শেষ করে তিনি যাবেন মধ্যমগ্রামে। সেখানে সন্ধ্যা ৬ টায় রোড শো’তে হাজির থাকবেন অমিত শাহ।
উল্লেখ্য নির্বাচনের মধ্যেও বারে বারে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। একের পর এক প্রচারাভিযানে বিজেপিকে চাপে ফেলার কৌশল বিজেপির রয়েছে পুরোদমে। বৃহস্পতিবারে হুগলির চণ্ডীতলায় প্রচার সেরেছেন বিজেপির স্টার প্রচারক যোগী আদিত্যনাথ। তৃণমূলের আমলে বাংলায় হিংসা ও অরাজকতা চলছে বলে সভা থেকে তো দেগেছেন যোগী। পাশাপাশি তাৎর্যপূর্ণ ভাবে তিনি জানিয়েছেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অ্যান্টি রোমিও স্কোযাড তৈরি করা হবে।