দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত। স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে কে চন্দ্রশেখর রাও সরকার। করোনাভাইরাসের প্রকোপ রুখতে এবার কঠোর হল তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানায় মাস্ক না পরলেই জরিমানা বাবদ গুণতে হবে ১ হাজার টাকা। পাশাপাশি কোভিড গাইডলাইন মেনে চলার জন্য রাজ্যের মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) থেকে জানানো হয়েছে, করোনার সংক্রমণ রুখতে সকলকে মাস্ক পরতেই হবে। যদি কেউ মাস্ক না পরেন তাহলে তাঁকে ১ হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি করোনা-পরীক্ষা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, একশো শতাংশ ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যেই। পাশাপাশি জনগণের কাছে কোভিড গাইডলাইন মেনে চলার জন্য এবং সতর্ক থাকতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, হায়দরাবাদ, রাঙ্গারেড্ডি, মেডচেল জেলার মানুষজনকে আরও সতর্ক থাকতে হবে।
2021-04-09