ওয়ার্নার ব্রোস-এর আসন্ন এনিমে টেলিভিশন (টিভি) সিরিজ “রেকর্ড অফ রগনারক”-এ হিন্দুদের পরম পূজ্য দেবতা শিবকে অবমাননা না করার আহ্বান জানানো হয়েছে হিন্দুসমাজের পক্ষ থেকে। তার সাথে এটাও জানানো হয়েছে যে উক্ত ঘটনাটিতে তাঁরা যারপরনাই মর্মাহত এবং এইরকম একটা কুরুচিপূর্ণ বিষয় যে উত্থাপিত হওয়াই অত্যন্ত দুঃখজনক।
বিশিষ্ট হিন্দু কূটনীতিবিদ রাজন জেড্ আজ নেভাডায় (মার্কিন যুক্তরাষ্ট্র) এক বিবৃতিতে বলেছেন যে, ভগবান শিব মন্দির এবং বাড়ির উপাসনালয়ে পূজিত হন। শুধুমাত্র বানিজ্যিক কারনে এবং নিজেদের মুনাফা আদায়ের লোভে তাঁকে সেখান থেকে উৎখাত করে মর্যাদাহানি করার যে অকারন চেষ্টা এনিমে টিভি সিরিজ করছে তা কখনোই সফল করতে দেওয়া হবে না।
‘ইউনিভার্সাল সোসাইটি অফ হিন্দুইজম্’-এর সভাপতি জেড্, বিনোদন সংস্থাগুলোকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, হিন্দু দেবদেবী এবং তাঁদের ঐশ্বরিক ক্রিয়াকলাপ নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই তাদের স্বাগত জানানো হবে। কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে হিন্দু ধর্মগ্ৰন্থে যেভাবে দেবদেবীদের চিত্রিত করা হয়েছে ঠিক তেমনভাবেই তাঁদের ঐশ্বরিক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল হয়েই যেন তাদের প্রজেক্ট নির্মিত হয়। কোনো সংস্থা যদি নিজেদের বানিজ্যিক স্বার্থে বা অন্য কোনো কারনে বিকৃতভাবে হিন্দুদের দেবদেবী/ধারণা/ ধর্মগ্রন্থ/ প্রতীক / বিগ্ৰহগুলির পুনর্নির্মাণ বা নবরূপে চিত্রিত করতে চান তাহলে তা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না কারণ তা হিন্দুভক্ত তথা সমগ্র হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আহত করে।
ওয়ার্নার মিডিয়ার সিইও জেসন কিলার সহ ওয়ার্নারমিডিয়া স্টুডিওস এবং নেটওয়ার্ক গ্রুপের সিইও অ্যান সার্নফ এবং ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডওয়াইড হোম এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট জিম উইথরিচ -কে নিয়ে একটি বৈঠক করেন রাজন জেড্। সেখানে তিনি অনুরোধ জানান যে ২০২১ সালে প্রিমিয়ারের জন্য তাঁদের তৈরী করা আসন্ন এনিমে টিভি সিরিজ প্রোডাকশন “রেকর্ড অফ রাগনারক” শুরু করার আগে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়ার জন্য।
জেড্ জানান যে হিন্দুদের স্বতঃস্ফূর্তভাবে শৈল্পিক অভিব্যক্তির প্রকাশ এবং তাদের বাকস্বাধীনতার ধারে পাশে কেউ কোনদিন আসতে পারেনি। কিন্তু বিশ্বাসের মতো পবিত্র একটা জিনিসকে কালিমালিপ্ত করতে চাওয়া বা চেষ্টা করা হিন্দুদের মর্মাহত করবে।
অনুভূতিতে আঘাত করার পাশাপাশি যে কোনও অপব্যাখ্যা বা মিথ্যে কুৎসা হিন্দুধর্ম সম্পর্কে ভুল তথ্য পৌঁছে দেবে অ-হিন্দুদের কাছে এবং তার ফলে বিভ্রান্তির সৃষ্টি হবে। আধ্যাত্মিক মতবাদ এবং ধর্মবিশ্বাসের মতো সংবেদনশীল বিষয়গুলি যা এতকাল ধরে পরম শ্রদ্ধার প্রতীক হিসাবে পূজিত হয়ে এসেছে, সেইসব বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার ফল কিন্তু মারাত্মক— রাজন জেড যোগ করেন।
জেড আরও বলেছিলেন যে হিন্দু ধর্ম নিয়ে কাজ করার জন্য বিনোদন জগতকে হিন্দুরা সবসময়ই স্বাগত জানিয়ে এসেছে। তবে সেক্ষেত্রে মর্যাদা এবং গুরুত্ব সহকারে সেই কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তাই বলে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য হিন্দুধর্মের রীতিনীতি এবং দেবদেবীর পুনঃনির্মাণের অধিকার কাওকে দেওয়া হয় না।
হিন্দু দেবদেবীদের বিকৃতি করার প্রচেষ্টা হ’ল আসলে প্রাচীন হিন্দু ঐতিহ্যের অবমাননা করা, কলঙ্কিত করা। জেড আরও বলেন যে, ইন্ড্রাস্ট্রির যদি হিন্দুধর্ম সম্পর্কে জানার জন্য কোনও রকমের সহায়তার প্রয়োজন হয় তবে তিনি বা অন্য হিন্দু পণ্ডিতরা আনন্দের সাথে সহযোগিতা করতে রাজী আছেন।
দার্শনিক চিন্তাধারায় সমৃদ্ধ হিন্দুধর্ম পৃথিবীর প্রাচীনতম এবং তৃতীয় বৃহত্তম ধর্ম এবং প্রায় ১.২ বিলিয়ন মানুষ এই সম্প্রদায়ভুক্ত। কোনোভাবেই তাই এই ধর্মকে অবহেলা বা হেয় করা উচিৎ নয়। বড় বা ছোট কোন বিশ্বাসকে ভুল পথে চালিত করা উচিত নয়— রাজন জেড উল্লেখ করেছেন।
প্রতিবেদন অনুসারে, মাসাও ওকুবো পরিচালিত এই টিভি সিরিজে; ভগবান শিবকে (তাতুশিসা সুজুকি কণ্ঠ দিয়েছিলেন) মানুষের সাথে একের পর এক লড়াইয়ে অংশ নিতে দেখানো হবে।
সূত্র: ওয়ার্ল্ড হিন্দু নিউজ