বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়নপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভয় দাশ (ত্রিনাথ) নামের এক হিন্দু ছেলেকে কথিত ইসলাম অবমাননার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। ছেলেটি সেলুনে কাজ করে। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
উল্লেখ্য, বিগত এক বছরে বাংলাদেশে প্রায় ৩০০ জন হিন্দুকে কথিত ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আপনারা জানেন, ওয়াজ মাহফিলে এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে ওরা হিন্দুধর্ম নিয়ে নোংরা কটূক্তি করে, হিন্দু জাতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেয়।
এই ছেলেটি বা এই ছেলের মত শতশত যুবক-যুবতী, যারা কথিত ইসলাম অবমাননার জন্য জেলে গেছে। মনে রাখবেন, এরায় এযুগের মাস্টারদা, ক্ষুদিরাম, প্রীতিলতা। এরা হিন্দু জাতির গর্ব। এরা বীর। এই বলিদান বৃথা যাবে না যদি আমি-আপনি এদেরকে জাতির সূর্যসন্তান হিসাবে স্বীকৃতি দিই তবেই।