যে দেশে সরাসরি বিদেশী ধর্মীয় উগ্রপন্থীদের মদতদাতা দের জন্য মোমবাতি মিছিল, ডেপুটেশন, প্রধানমন্ত্রী কে চিঠি সহ গভীর রাতে সুপ্রিম কোর্ট অবধি খোলানো হয়, সেই দেশে একদিনে ঘরের শত্রুদের নিকেষ করা যে সম্ভব নয় সেটা বোঝার জন্য সহনশীলতা দরকার

ইদানিংকালে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যেকোন ধরনের নাশকতার ঘটনা নিয়ে অদ্ভুত ধরনের কিছু প্রোপাগান্ডা চোখে পড়ছে। এছাড়াও কিছু মানুষ মুড়ি মিছরির এক দর প্রমাণ করার জন্য মাওবাদী কার্যকলাপ নিয়ে সরকারি অবহেলার কারণ তুলে ধরছেন। অর্থাৎ প্রমাণ করা “যে যায় লঙ্কায় সেই হয় রাবণ”। মানে আগের কংগ্রেস সরকারের সাথে বর্তমান বিজেপি সরকার ও এই ধরনের সমস্যার সমাধানে যথেষ্ট আন্তরিক নয় তা বোঝানোর চেষ্টা।

দেখে নেওয়া যাক আদৌ কি বিষয়টি তাই নাকি মাওবাদী কার্যকলাপে ব্যাপক রাশ টানার চেষ্টা সহ দেশ থেকে এই ধরনের বিষয়গুলো কে রাজনীতির আঙিনায় জিইয়ে রাখার প্রচেষ্টার বিরুদ্ধে বর্তমান সরকার ঠিক কি কাজ করছে। ২১ শে সেপ্টেম্বর ২০২০, রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টির খোলসা করেন Ministry of home affairs এর পক্ষ থেকে রাজ্যসভার মাননীয় সাংসদ G Kishan Reddy.

রাজ্যসভার সেই প্রশ্নোত্তর পর্ব থেকে জানতে পারা যায় ভারতবর্ষের মোট ৯০ টি জেলা মাওবাদ উপদ্রুত ছিল যার মধ্যে যথাক্রম ঝাড়খন্ডে ১৯,বিহারে ১৬,ওড়িশায় ১৫,ছত্তিশগড়ে ১৪,তেলেঙ্গানা ৮,অন্ধ্রে ৬ এবং মহারাষ্ট্র, কেরল,মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের ৩ করে জেলা সহ পশ্চিমবঙ্গের ১ টি জেলা। কিন্তু ২০১৯ এ সেই উপদ্রব কমে মাত্র ৬১ টি জেলায় এবং ২০২০ প্রথম ভাগে মাত্র ৪৬ টি জেলায় এসে সীমাবদ্ধ হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন যেখানে ২০১০ এ মাওবাদীদের হাতে সেনাবাহিনীর জওয়ানরা সহ সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা ১০০৫ ছিলো ( যার মধ্যে ছত্তিসগড়ের ৭৬ জন জওয়ানের বলিদান উল্লেখযোগ্য) সেটাই ২০১৯ এ ২০২ এবং ২০২০ এর প্রথম অর্ধে ১০২ এ নেমে এসেছে।

সবশেষে এটাই বলার দয়া করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন মুড়ি মিছরির এক দর করবেন না। যে দেশে সরাসরি বিদেশী ধর্মীয় উগ্রপন্থীদের মদতদাতা দের জন্য মোমবাতি মিছিল, ডেপুটেশন, প্রধানমন্ত্রী কে চিঠি সহ গভীর রাতে সুপ্রিম কোর্ট অবধি খোলানো হয়, সেই দেশে একদিনে ঘরের শত্রুদের নিকেষ করা যে সম্ভব নয় সেটা বোঝার জন্য সহনশীলতা দরকার। তাই বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে তার প্রতিটি কাজ ই আমার কাছে সমর্থনযোগ্য, অহেতুক সমালোচনার এখানে কোনও স্থান নেই। নমস্কার 🙏

🖊স্বর্ণেন্দু।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.