অতিরিক্ত পড়াশুনো করা পাবলিক বাম, নিকারাগুয়ার পঞ্চায়েত নির্বাচন থেকে বাতাবি লেবুর বিজ্ঞানসম্মত নাম, সব জানে

বর্তমানে ভারতবর্ষের বামেদের চার ভাগে ভাগ করা যায়, যথাঃ-

১) তাত্বিক বামঃ-
অতিরিক্ত পড়াশুনো করা পাবলিক।নিকারাগুয়ার পঞ্চায়েত নির্বাচন থেকে বাতাবি লেবুর বিজ্ঞানসম্মত নাম, সব জানে (সব কি বোঝে?)। কমিউনিজম সম্বন্ধে এত জ্ঞান যে মার্ক্স, এংগেল, লেনিন বা মাওকেও কাছে পেলে জ্ঞান না দিয়ে ছাড়ত না, মার্ক্স যে “সহি” মার্ক্সবাদী নয় এরা তাও প্রমাণ করতে পারে। সারা জীবনের সম্বল বলতে গণশক্তিতে প্রকাশিত দু-একটা আর্টিকেল। বাস্তব দুনিয়ায় এদের কোন কাজ নেই, সারা জীবন অলৌকিক জগতে বাস করে(এখনো নভেম্বর বিপ্লবের ভুত দেখে)। চেহারার বর্ণনা আর দিলাম না , নিশ্চয়ই জানেন! এরা মোট বামেদের 0.5%হয় এবং সেই সঙ্গে তীব্র ভারত এবং হিন্দু বিরোধী

২) অ্যামেচার বামঃ –
এরা তাত্বিক বামেদের মত ভবঘুরে নয়। ভদ্রস্ত চাকরি
করে, প্রেম করে, বিদেশ ভ্রমণ করে, আবার মোমবাতি মিছিলও করে। কেউ কেউ আফিস থেকে বাড়ি না এসে সোজা টিভির ডিবেটে অংশ নেয়(এর জন্য অনেক রিপোর্টারের লেজ ধরে) আর ত্যানা প্যাঁচায়। সরকারী ছুটির দিনে কোন বিলাসবহুল রেস্টুরেন্টে একত্রিত হয়ে কিভাবে বাম চেতনা বাড়ানো যায়, গরীবদের ক্ষেপানো যায়, মুসলিমদের জঙ্গি কার্যকলাপকে আড়াল করা যায়, কাশ্মীর,বাংলা,উত্তর-পূর্ব বা ছত্তিসগড় কিভাবে স্বাধীন করানো যায়, এই নিয়ে নিজেদের মধ্যে কিচমিচ, ম্যাও ম্যাও করে। মোদী সম্পর্কে এদের জ্ঞান মোদীজির মায়ের থেকে বেশী। এদের প্রচণ্ড “মোদীফোবিয়া” আছে, সেই সঙ্গে তীব্র ভারত এবং হিন্দু বিরোধী। তর্কে হেরে গেলে এরা ভীষণ ভাবে গালিগালাজ করতে থাকে। এরা মত বামেদের 1.5% হয়।

পুনশ্চঃ অবশ্যই এরা নিজেদের পয়সায় নিজেরা বই ছাপিয়ে, বইমেলা-বইমেলা খেলে মিলনমেলাতে।

৩) অনলাইন বামঃ-
খুবই বিরক্তিকর এরা। অ্যামেচার বামেদের পোষ্য টাইপ।এদের কাছে বামপন্থা মানে অ্যামেচার বামেদেরকে “জ্বী হুজুর” করে যাওয়া। এদের ধারনা নিজেকে বাম বললে এরা জাতে উঠে যাবে, টেক্সবইয়ের বাইরে শুধু “সবিতা ভাবি” পড়ে। কিন্তু খাপে পড়ে চাটন খেলে গায়ে মাখে না। ফেসবুকে লেফট লিবারেল লেখে । অফলাইনে এরা ঘোরতর পুঁজিবাদী , কি করবে? বহুজাতিক সংস্থাতে কাজ করে যে। সাধারণ ভাবেই অন্যান্য বামেদের মতো এরাও তীব্র ভারত এবং হিন্দু বিরোধী এরা মোট বামেদের 3% হয় এবং এদের কেউ কেউ ‘লেনিন’ কে ‘লেলিন’ বলে।

৪) ঝান্ডুবামঃ-
শুধু ঝাণ্ডা নিয়ে ঘোরে, আগে হার্মাদগিরি করে বেড়াত, এখন বেশীরভাগ তিনুতে চলে গেছে। CPM, CPI, RSPর পুরো কথা বেশির ভাগ জানে না। ফরওয়ার্ড ব্লককে ভোট দিয়ে বাড়ি সবাইকে বলে CPM কে দিয়েছি এরা, কাস্তে হাতুরি আর সিংহ যে আলাদা তা জানে না। এরা পার্সেন্টেজ হিসেবে মোট বামেদের 95% এবং এরাই মূলত বামেদের ভোটব্যাঙ্ক। এরা লেনিন কে লেড়িন বলে।

এছাড়াও আরও একধরনের মীরজাফর টাইপের বামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।সেটা হোলো ছাগুবামঃ-
এরা(মুস*লিম বামেরা) যতই নিজেকে,বামপন্থী বামপন্থী বলে দাবী করুক না কেন, নবী আর কোরানের উপর অগাধ বিশ্বাস, শেষ বয়সে হজে যায়। এই ধরণের বামেরা উপরের সবকটাকে বামকে স্ট্রাটেজিকালি ব্যবহার করে, শেষে লাথি মারে।

বাম-বু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.