ওরা যা যা বলেছে সবকটাকে প্রমাণের পর প্রমাণ দিয়ে, তথ্য ও উৎস দিয়ে আমি ভুল প্রমাণ করে দিয়েছি

• ওরা বললো, আমার রাম ক্ষুদিরাম। আমি বললাম, ক্ষুদিরাম হলো অনুশীলন যুগান্তরের ঐক্যের প্রথম পদক্ষেপ।

• ওরা বললো, আমার রাম রামমোহন। আমি বললাম, রামমোহন বেদান্তবাদী। রামমোহন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্থাপনা করেছিলেন সেগুলি হলো হিন্দু স্কুল, হিন্দু কলেজ এবং বেদান্ত কলেজ।

• ওরা বললো, আমাদের বৈষ্ণব নিমাই। আমি বললাম নদের নিমাই প্রথম কাজীর ফতোয়ার বিরুদ্ধে গিয়ে হরিনাম সংকীর্তন করে প্রতিবাদ করেছিল। কাজীর প্রাসাদ ঘেরাও করেছিল।

• ওরা বললো, রাম আমাদের না। আমি বললাম, রামায়ণ কৃত্তিবাস লিখেছে, রাম পালা, হনু পালা বাংলার লোকসাহিত্যের অমূল্য ভান্ডার, পটচিত্রে শুধুই রামায়ণ আর রামায়েত বৈষ্ণব থেকেই গৌড়ীয় বৈষ্ণবের জন্ম। পশ্চিম মেদিনীপুরে রত্নাকরের স্তুপ, ঝাড়গ্রামে বাল্মীকি আশ্রম আছে, আবার রামেশ্বরও আছে।

• ওরা বললো, নবাবরা বর্গী রুখেছিল। আমি বললাম, রামকৃষ্ণ রায় ও নকড়ি রায় রাঢ়এ রুখেছিল, মল্লভূমে গোপাল সিংহ এবং আরো এরকম অনেকে।

• ওরা বললো ওসমান খাঁ বাংলার। আমি বললাম ওসমান খাঁকে উৎখাত করা রানী ভবশঙ্করী বাংলার, শিবাজিকে স্বরাজের গল্পে অনুপ্রাণিত করা যশোরের প্রতাপাদিত্য, নৌসেনার স্রষ্টা কেদার রায়, রাজা সীতারাম বাংলার।

• ওরা বললো, সিরাজ শেষ বাঙালি স্বাধীন নবাব। আমি বললাম, সিরাজ ছিল নবাব নাজিম যে কিনা মুঘলকে খাজনা দিতো, স্বাধীন নয়। আর সিরাজের ঠাকুরদা ওড়িয়া, মা তুর্কি। সিরাজ বাংলা জানতো না।

• ওরা বললো, কমুনিস্টরা দেশভক্ত। আমি বললাম, CPI পাকিস্তান আন্দোলন নিজে হাতে গড়ে তুলেছিল। মুসলিম লীগের ম্যানিফেস্টো অব্দি বামেদের লেখা।

• ওরা বললো, আম্বেদকর দলিত মুসলিম ঐক্য চেয়েছিলেন। আমি বললাম, উল্টো। আম্বেদকর যোগেন মন্ডলকে বারণ করেছিলেন। উনি পাকিস্তানের সাথে কমপ্লিট পপুলেশন এক্সচেঞ্জ চেয়েছিলেন।

• ওরা বললো, মতুয়ারা হিন্দু নয়। আমি বললাম, মতুয়া বা চাড়াল জাতি বাংলার 36কুলশীল জাতির একটা। কাজেই by default হিন্দু।

• ওরা বললো, গোবলয় বাঙালির না, গরু বাঙালির না। আমি বললাম, ভারতের বুকে যে কটা জায়গা গোপভূম ছিল তার মধ্যে একটা বাংলার গোপভূম। রাজা ইছাই ঘোষ ও ধর্মমঙ্গল এই ঘটনার সাক্ষী।

• ওরা বললো, বাঙালি ব্যাবসা করে না। আমি বললাম, গোটা colonial সময় ধরে বাঙালি ব্যাবসা করলো। বিদ্যাসাগর, ব্রাহ্ম সমাজ, ঠাকুর পরিবার, প্রফুল্ল রায় সব সবটাই উদ্যোগের ইতিহাস। সব্বাই ব্যাবসা করেছে। বাঙালির জীবনটাই দাঁড়িয়ে ছিল প্রাইভেট কোম্পানির উপর। সেটা দেশি হোক বা বিদেশি।

ওরা যা যা বলেছে সবকটাকে প্রমাণের পর প্রমাণ দিয়ে, তথ্য ও উৎস দিয়ে আমি ভুল প্রমাণ করে দিয়েছি।

✍️ : Ayan Chandra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.