প্রচারে এসে সিঙ্গুরে শিল্পের স্বপ্ন ফেরি করে গেলেন অমিত শাহ

আর দু’দিন পরেই রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন। চতুর্থ দফার নির্বাচন হবে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে। এই সিঙ্গুরে একদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের গাড়ির কারখানা রুখে দিয়েছিলো তৃণমূল কংগ্রেস ও তাদের সহযোগীরা। সিঙ্গুরের সেই আন্দোলনে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে যায়। সেই সিঙ্গুরেই শিল্পের স্বপ্ন ফেরি করলেন চতুর্থ দফার নির্বাচনের আগে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সিঙ্গুর গাড়ি কারখানা বন্ধের আন্দোলনের পুরোধা ব্যক্তি সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আজ রাজনৈতিক পরিচয় বদলে গেছে। তিনি তৃণমূল ছেড়ে আজ বিজেপি-র সিঙ্গুরের প্রার্থী। সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সমর্থনে বুধবার সিঙ্গুরে ব়্যালি করলেন বিজেপির তারকা প্রচারক অমিত শাহ। সেই রোড শো থেকে সিঙ্গুরে শিল্প গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। তাঁর কথায়, “শুধু ছোট বা মাঝারি নয়, রাজ্যে বড় শিল্প আনবে বিজেপি। শিল্প ফিরবে সিঙ্গুরেও।”

আজ সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখাচ্ছে তৃণমূল ও বিজেপি, নির্বাচনের আগে। তাহলে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরে কারখানা কেন এরাই করতে দিলেন না? সেই প্রশ্নের জবাব অবশ্য তৃণমূল বা বিজেপি দিচ্ছে না।

এই সিঙ্গুর ইস্যুতেই ২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনের কেন্দ্রে ছিল সিঙ্গুর। টাটার ন্যানো গাড়ির কারখানা ঘিরে সেইসময় রাজ্য রাজনীতিতে বাম বিরোধী হাওয়া প্রবল হয়েছিল। ক্ষমতায় এসে শিল্পের জন্য গৃহীত জমি কৃষকদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন মমতা। কিন্তু সেই জমিতে চাষ হয়নি। কিছুদিন আগে সিঙ্গুরে সভা করে সেই এলাকার মানুষের আবেগকে উস্কে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সিঙ্গুর আমার আন্দোলনের স্থান। সিঙ্গুরে আমার আবেগ জুড়ে রয়েছে।” ক্ষমতায় ফিরে সিঙ্গুরে অ্যাগ্রোপার্ক তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই সিঙ্গুরে ভোটের আগে প্রচারে এসে শিল্প গড়ার স্বপ্ন দেখালেন অমিত শাহ । স্বপ্ন দেখালেন রাজ্যে শিল্প গড়ারও । তিনি বললেন, “ছোট-মাঝারি-বড় সব ধরণের শিল্প হবে।”

তবে রাজ্যে কে বিজেপি-র মুখ্যমন্ত্রী হবেন সেই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, “কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখনও ঠিক হয়নি।” তবে বিজেপি যে ২০০-এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবেই সেটা অমিত শাহ নিশ্চিত করে জানিয়ে দেন। সিঙ্গুরের পর ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অমিত শাহ। সেই প্রচার থেকে অমিত শাহের দাবি, “প্রথম তিন দফা নির্বাচনে ৬৩-৬৮টি আসন পাবে বিজেপি।” নিয়ম মেনে এদিন প্রচার সেরে অমিত শাহ এক দলীয় কর্মীর বাড়িতে দুপুরের খাওয়া সারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.