অ্যান্টেলিয়া কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বুধবার সকালে থেকে মুম্বই পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সূত্রের খবর, এনআইএ তদন্তকারী দল এদিন মূলত জানতে চাইছে, কার তৎপরতা বা সুপারিশে অভিযুক্ত সাসপেন্ডড এএসআই শচীন বাজেকে পুলিশ বিভাগে ফিরিয়ে আনা হয়েছিল। সে বিষয়ে পরমবীর সিংকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। এই প্রশ্নে পরমবীর সিং উত্তর দিতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রে এও জানা গিয়েছে, এনআইএ তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সহযোগিতা না করলে এদিন সন্ধ্যের মধ্যে গ্রেফতার হতে পারেন পরমবীর সিং।এনআইএ সূত্রের খবর, বর্তমান মুম্বই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে রাজ্য সরকারের কাছে এই মামলার একটি রিপোর্ট পেশ করেছেন। এই রিপোর্টে হেমন্ত নাগরালে পরিষ্কারভাবে জানিয়েছেন, পরমবীর সিংয়ের কথায় শচীন বাজেকে ফের পুলিশ প্রশাসনে বহাল করা হয়েছিল। পরমবীর সিং নিজের রক্ষার জন্যই শচীন বাজেকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পদে স্থানান্তরিত করেন এবং সমস্ত হাইপ্রোফাইল মামলার দায়িত্বভার তার ওপর দেওয়া হয়। রিপোর্টে উল্লেখ আছে, শিল্পপতি মুকেশ অম্বানির অ্যান্টিলিয়া বাংলোর পাশে জিলেটিন ভরা যে সময়ে গাড়ি উদ্ধার করা হয়েছিল, সেই ঘটনার আগে এবং পরে সচিন বাজের সঙ্গে তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের ঘন্টা পর ঘন্টা কথা হয়েছিল। শুধু তাই নয়, শচীন বাজে নিজের দফতরের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করে তিনি সরাসরি তৎকালীন মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিংকে রিপোর্ট করতেন। হেমন্ত নাগরালের এই রিপোর্টে পরমবীর সিং বেশ সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, পরমবীর সিংয়ের কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা এই বিষয়ে সত্যতা জানার চেষ্টা করছেন। পরমবীর সিং যদি তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারেন, তাহলে তার গ্রেফতার হওয়া প্রবল সম্ভাবনা রয়েছে। এরআগেও তদন্তকারী দলেক আধিকারিকরা সচিন বাজের অন্যতম দুই সহযোগীকেও জিজ্ঞাসাবাদ করেছেন। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদিন পরমবীর সিংকে তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য লম্বা প্রশ্নের তালিকা তৈরি করেছেন।
2021-04-07