ফের রাজ্যে প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জলপাইগুড়ির মালে প্রচারে এসে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা যোগীর। ‘‘রাজ্যে গুন্ডাগিরি চালাচ্ছে তৃণমূল। কেন্দ্রের কোনও প্রকল্প রাজ্যে লাগু হতে দিচ্ছেন না মমতাদিদি’’। এদিন তৃণমূল সুপ্রিমোকে বিঁধে এমনই মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।
একুশের লডা়ই জমজমাট। আজ রাজ্যজুড়ে প্রচারে ঝড়। শাহের বাংলা সফরের দিনেই বঙ্গে প্রচার যোগীর। বুধবার জলপাইগুড়ির মালে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৃণমূলকে লুঠেরার দল, তোলাবাজের দল বলে এদিন কটাক্ষ করেছেন যোগী। রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন এমনও অভিযোগ তুলেছেন যোগী।
শাসকদলকে নিশানা করে এদিন যোগী আদিত্যনাথ বলেন, ‘‘যে কাজ উত্তরপ্রদেশে হয়েছে, সেই কাজ বাংলাতেও হতে পারত। তৃণমূল রাজ্যে অরাজকতা চালাচ্ছে। বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করছে তৃণমূল। বাংলার যুবকরা বিপন্ন। কেন্দ্রের কোনও যোজনা মমমতা দিদির সরকার বাংলায় লাগু হতে দেয় না। দিদির সহানুভূতি বাংলার নতুন প্রজন্মের সঙ্গে নেই। দিদির সহানুভূতি বাংলার কৃষকদের সঙ্গে নেই। বাংলায় কিষাণ সম্মান নিধি চালু করতে দেয়নি তৃণমূল। ’’
তৃণমূলের আমলে রাজ্যে সরকারি টাকার অপচয় হয়েছে বলে দাবি করেছেন যোগী। একাধিক প্রকল্পের টাকা লুঠ করেছে শাসকদল, মালে নির্বাচনী জনসভায় এভাবেই তৃণমূলকে একহাত নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘তৃণমূলের আমলে বাংলায় লুঠ করা হয়েছে। বাংলায় গরিবের টাকা লুঠ করছে তৃণমূল। লুঠেরারা পার পাবেন না। ২ মের পর তাদের বিচার হবে।’’
উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গেও তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছেন যোগী আদিত্যনাথ। চা শ্রমিকদে দুঃখ-দুর্দশার কথা রাজ্য সরকার বিবেচনা করে না বলে অভিযোগ তুলেছেন যোগী। এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ‘‘উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের সঙ্গে অন্যায় করেছেন দিদি। এখনও পর্যন্ত চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হয়নি।’’ এদিনের বক্তব্যেও জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন যোগী।