রাজ্য সরকারকে লকডাউন করার বিষয়ে বিবেচনা করার পরামর্শ, গুজরাট হাইকোর্ট, bengali.hindusthansamachar.in, আজ ফের রাজ্যে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজ রাজ্যের চার জায়গায় রোড শো করার কথা রয়েছে। এরই পাশাপাশি আজ উত্তরবঙ্গে পরপর দু’টি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রচার কর্মসূচি ফিরে কলকাতায় ফিরবেন তৃণমূলনেত্রী। পরে কলকাতাতেও দু’টি সভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজ বিকেলে কলকাতায় বাম-কংগ্রেস মিছিল করবে। হাওড়া ও হুগলিতে আজ জনসভা রয়েছে অভিষেকের।
চতুর্থ দফার ভোটের আগে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তুলবে শাসক-বিরোধী সব পক্ষ। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো রাজ্য ঘুরে যাওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার রাজ্যে প্রচারে তাঁর প্রধান সেনাপতি অমিত শাহ। একুশের লড়াই চ্যালেঞ্জ। তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপির। রাজ্যে দু’শোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি, প্রত্যয়ী শাহ। সেই লক্ষ্যেই পালা করে বঙ্গ সফরে আসছেন মোদী-শাহ-নাড্ডা। একের পর এক সভা-সমাবেশে বিজেপি নেতারা তুলোধনা করছেন তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে। একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব গেরুয়া ব্রিগেড।
পাল্টা বিজেপির বিরুদ্ধেও সাম্প্রদায়িকতার অভিযোগ এনে সুর চড়াচ্ছে তৃণমূল। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ শাসকদলের। বহিরাগতদের এনে বাংলা দখলের চেষ্টায় মোদী-শাহরা, প্রায় প্রতিটি সভা-সমাবেশে এমনই অভিযোগ তুলচেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকেও রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ তুলছেন তৃণমূলনেত্রী। যদিও তৃণমূল সুপ্রিমোর সেই অভিযোগকে বিশেষ আল দিচ্ছে না গেরুয়া শিবির। বরং প্রতিটি সভায় মোদী-শাহদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ অমিত শাহের চারটি রোজ শো রয়েছে রাজ্যে। এরই পাশাপাশি জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভা উত্তরবঙ্গে ও পরের দুটি কলকাতায়। এছাড়াও হাওড়া ও হুগলিতে পৃথক দজুটি জনসভা করবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে কলকাতায় মিছিল করবে বাম-কংগ্রেস। বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে তিন দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।