তৃতীয় দফার ভোটের আগের রাত থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনার নানা প্রান্ত থেকে। ক্যানিং ১৩৮ নম্বর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এক বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, সোমবার মধ্যরাত থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীতে। বুথের সামনে থেকে বোমা, গুলির খোল উদ্ধার হয়েছে।
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় দফায় দফায় ঝামেলা চলছে গতকাল রাত থেকেই। ওই পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর বুথের এজেন্ট গণেশ কেওটকের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল মাঝরাতে ৮ থেকে ১০ জনের একটি দল এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। গণেশ বাবুর বাড়িতেও চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ, হুমকি দেওয়া হয়েছে তাঁর বাবা-মাকেও।
গণেশ বাবুর দাবি, গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁকে এলোপাথাড়ি মারতে থাকে। তাঁর দুই পায়ে আঘাত গুরুতর। ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ গণেশবাবুর। তিনি আরও বলেছেন, দুষ্কৃতীরা হুমকি দিয়ে গেছে তাঁর বাড়ির লোকজন যদি ভোট দিতে যায় তাহলে প্রাণের আশঙ্কা থাকবে।
গতকাল রাতে গণেশবাবুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে দলীয় কর্মীরাই। রাত তিনটে নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এক বিজেপি কর্মীর বাড়িতেই আশ্রয় নিয়েছেন বলে খবর। গণেশবাবু জানিয়েছেন, তিনি বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী যদি তাঁকে নিরাপত্তা দেয়, তাহলেই ভোট দিতে পারবেন। না হলে ফের দুষ্কৃতীদের হামলা হতে পারে বলে দাবি তাঁর।
গোটা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার তৃণমূল যুব সভাপতি মহরম শেখ এই ঘটনা ঘটিয়েছে। তাঁর দলের লোকজনরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, মহরম শেখের বক্তব্য, বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে ঝামেলার কারণেই এই ঘটনা ঘটেছে। টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তি চলছিল। তারই জেরে ওই এজেন্টকে মারধর করা হয়েছে। ভোটের বাজারে ফায়দা তোলার জন্য তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে বলে দাবি তাঁর।
এদিকে সকাল থেকেই অশান্তি চলছে ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুথে। সূত্রের খবর আইএসএফ কর্মীদের বুথে যেতে বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে ঘিরে দু’পক্ষের হাতাহাতির খবরও সামনে এসেছে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
বাসন্তীর হেদিয়াতে ১৪ ও ১৫ নম্বর বুথের সামনে থেকে বোমা, গুলি উদ্ধার হয়েছে গতকাল রাতে। পুলিশ জানিয়েছে, এই দুই বুথের সামনে বোমার সুতলি, গুলির খোলা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে। বাসন্তীর সোনাখালি এলাকা থেকেও বোমা উদ্ধার হয়েছে বলে খবর। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।