তৃতীয় দফার নির্বাচনের শুরুর আগেই মধ্যরাতে উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রের তুলসিবেড়িয়ায় এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে ইভিএম মেশিন উদ্ধার করা হল । যদিও বিজেপির অভিযোগ তৃণমূল কর্মী গৌতম ঘোষের বাড়িতে সেক্টর অফিসার তপন সরকার রাত ১ টা নাগাদ পৌঁছন। তার সঙ্গে গাড়িতে ছিল আটটি ইভিএম মেশিন। এরপর এলাকার লোকজন দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিজেপি কর্মীদেরকে খবর দেয়। গৌতম ঘোষের বাড়ির সামনে রীতিমতো বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে খবর পাওয়া মাত্র রাজাপুর থানার পুলিশ এসে পৌঁছয়। এলাকায় প্রবল উত্তেজনা তৈরী হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভ কমানোর চেষ্টা করে। এলাকবাসীর অভিযোগ ওই আটটি মেশিন আনা হয়েছে যাতে আগে থেকে ছাপ্পা মেরে রাখা হয়.এরপর আজ সকালে বুথে ওই মেশিন খারাপ বলে ঢুকিয়ে দেওয়া হবে।এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রবল উত্তেজনা তৈরী হয়েছে এলাকায়।