সকাল ১১.৪৩: আরন্ডিতে আক্রান্ত সুজাতা মণ্ডল। অভিযোগ বিজেপির দিকে।
সকাল ১১.৪১: বাগনানের কানাইপুরের ১৭৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের।
সকাল ১১.৪০: ফলতার জগন্নাথপুরে তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্দে পক্ষপাতের অভিযোগ। বিজেপি প্রার্থী এলাকায় এলে তাঁর গাড়ির সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা। তাঁর গাড়িতে ইট ছোঁড়া হয়।
সকাল ১১.৩৮: ধনেখালিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, বাড়ির বাইরে বেরিয়েছিলেন বলে চড়াও হয়।
সকাল ১১.৩৬: রায়দিঘিতে ১ হাজার টাকা কুপন বিলির অভিযোগ। বলা হয় ভোট দিলেই কুপন মিলবে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
সকাল ১১.৩৫: সকাল ১১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। হাওড়ায় ৩৭ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩২ শতাংশ। হুগলিতে ৩৭ শতাংশ ভোট পড়েছে।
সকাল ১১.১৮: হুগলির খানাকুলে তৃণমূল প্রার্থী নাজবুল করিমকে মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
সকাল ১১.১১: ক্যানিংয়ের বুরানগড়ে তাজা বোমা নিষ্ক্রিয় করতে বোমার উপরে জল দিয়ে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। সকাল থেকে চলছে বোমাবাজি। প্রতিবাদে শামিল শওকত মোল্লা।
সকাল ১১.০৮: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে ভোট দিতে যাচ্ছেন মহিলা ভোটাররা।
সকাল ১০.৫২: বারুইপুর পূর্বে ছোলা-মুড়ি বিতরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
সকাল ১০. ৫০: হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপির অভিযোগ গতকাল রাত থেকে সকাল পর্যন্ত বাড়া বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস।
সকাল ১০.৪৮: জয়নগরে সিপিএম এজেন্টকে বুথে বসতে বাধা
সকাল ১০.৪২: বিষ্ণুপুরে বিজেপি সমর্থককে ভোট দানে বাধা তৃণমূলের। রাতে ভোটদানে যেতে নিষেধ করার অভিযোগ।
সকাল ১০.৪০: ISF-TMC সংঘর্ষ। টিএমসি বিধায়ক শওকত মোল্লা বলাম আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ। বাহিনির ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন। সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ শওকত মোল্লার। তিনি অবস্থান অবরোধ শুরু করেছেন। টিএমসি নেতা ও ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর অভিযোগ, দশ হাজার ভোট পাবেন না শওকত মোল্লা। ওনার দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে।
সকাল ১০.৩৮: বাগনানে ২৩৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বাড়ি এসে ভয় দেখানোর অভিযোগ। ভোট দিতে যেতে না দেওয়ার অভিযোগ।
সকাল ১০.৩৭: দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র শকুন্তলা এলাকা রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্র। আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১০.৩৪: দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া অশান্তির অভিযোগ।
সকাল ১০.৩৩: সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে হুগলিতে ১৭.২১%। হাওড়াতে ১৫.৫৩%। দক্ষিণ ২৪ পরগনাতে ১২.৮৯%।
সকাল ১০.৩০: ক্যানিং পূর্বের বুরানগড়ে ব্য়াপক বোমাবাজি। রাস্তার পাশে তাজা বোমা। আইএসএফের বিরুদ্ধে অভিযোগ। ভোট চলাকালীন বোমাবাজি বলে অভিযোগ তৃণমূল। এক নাবালিকা আহত।
সকাল ১০.২২: বাগনানে তৃণমূল বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগের তীর বিজেপির দিকে, চাঞ্চল্য
সকাল ১০.১৭: হুগলির গোঘাটে ফুলঝোরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা বিজেপিকে ভোট দিতে বলছে।
সকাল ১০.১২: আরামবাগে বুথ থেকে বের করে দেওয়া হল তৃণমূল এজেন্টকে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধর। বিজেপি মহিলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ।
সকাল ১০.০০: বারুইপুর পূর্বে বিজেপি সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রার্থীর অভিযোগ সেক্টর অফিসার পক্ষপাত করছে। তাঁর সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি করা হল বিজেপি কর্মীকে।
সকাল ৯.৫০: বাসন্তীতে বোমাবাজি গুলি।
সকাল ৯.৪৭: খানাকুলে বিজেপির সরিয়ে দেওয়া হল ক্যাম্প অফিস। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তাই জমায়েত হটিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৯.৪৬: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশ।
সকাল ৯.৩৯: ক্যানিং পূর্বে ঘুঙরিতে বুথের বাইরে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ভোটারদের ভয় দেখানোর জন্য এই কাজ। অভিযোগ তৃণমূলের।
সকাল ৯.৩২: উলুবেড়িয়া উত্তরে চাটরায় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগ। ধারাল অস্ত্র দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে।
সকাল ৯.৩০: বিজেপির এজেন্টকেও বসতে না দেওয়ার অভিযোগ উলুবেড়িয়ায়।
সকাল ৯.২৫: সাতগাছিয়ায় বুথের সামনে বোমাবাজির অভিযোগ
সকাল ৯.২৩: আমতায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ
সকাল ৯.২০: আরামবাগে তৃণমূলের বুথ এজেন্টকে বুথে বসতে না দওয়ার অভিযোগ। ব্লক সভাপতিকে জানানোর পর ঘটনাস্থলে যান তিনি। এজেন্টকে বুথে ঢোকানোর পর গাড়িতে ওঠেন তিনি। এরপরই তৃণমূল ব্লক সভাপতির গাড়িতে ভাঙচুর।
সকাল ৯.১৬: শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তীর অভিযোগ। ১৩৮ নম্বরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিটার্নিং অফিসার সহযোগিতা করছেন না বলে অভিযোগ তনুশ্রীর।
সকাল ৯.১৪: ধনেখালিতে তৃণমূল অসীমা পাত্রের অভিযোগ সারারাত টহল দিয়েছে বিজেপি। তৃণমূল তাদের ধরেছে বলে জানান তিনি।
সকাল ৯.১৫: ডায়মন্ড হারবারের বাসুলডাঙায় ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের। ভোটারদের সঙ্গে নিয়ে ভোট দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনে জানানো হবে বলে জানান তিনি।
সকাল ৯.১০: বারুইপুর পশ্চিম কেন্দ্রের ৯৩ নম্বর বুথে আলো নেই। টর্চ নিয়ে আসতে বলছেন প্রিসাইডিং অফিসার। এমনটাই অভিযোগ ভোটারদের।
সকাল ৯.০৮: গোঘাটের ঘটনায় পুলিশের কাছে দায়ের হল অভিযোগ। অভিযোগ দায়ের করলেন মৃতার ছেলে।
সকাল ৯.০৭: বারুইপুর পূর্বে ৯০ নম্বর বুথে খোলা জানলার পাশে বসানো হয়েছিল ইভিএম। প্রিসাইডিং অফিসারের সাফাই অন্ধকারের জন্য জানলা খোলা হয়েছে।
সকাল ৯.০৩: মগরাহাটে আইএফের সঙ্গে বচসা তৃণমূলের।হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা।
সকাল ৯.০০: বারুইপূর পূর্বে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে নিয়ে যাচ্ছে ভোটারদের।
সকাল ৮.৪৯: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট,
সকাল ৮.৪৭: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট,
সকাল ৮.৪৫: বারুইপুর পূর্বে বেলেগাছি এলাকায় তাণ্ডবের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ, ভয়ে ভোটে দিতে যেতে পারছেন না ভোটাররা।
সকাল ৮.৪১: রায়দিঘি দক্ষিণ ২৪ পরগনা ভোটের সকালে বার্তা সংযুক্ত মোর্চার প্রার্থী কান্তি গাঙ্গুলির। তিনি লিখেছেন-“ভোট বছর বছর আসে যায়, কিন্তু মানুষের জীবন মহামূল্যবান। রায়দিঘির মানুষের কাছে আমার একান্ত অনুরোধ- ভোট শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নিয়ম মাফিক হোক।”
সকাল ৮.৩৮: গোঘাটে বিজেপি সমর্থক মাকে খুনের অভিযোগ। তবে দেহের বাইরে কোনও ক্ষত নেই। গ্রেপ্তার ২ জন। আটক ২। তদন্ত চলছে।
সকাল ৮.৩৫: জাঙ্গিপাড়ায় ডি এম স্কুলের বুথে রাজ্য পুলিশ। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের। সারা রাত বাইক বাহিনী টহল দিয়েছে বলে অভিযোগ।
সকাল ৮.১৫: হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়া ১৮১ নম্বর বুথে গন্ডগোল। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ। সকাল থেকেই বুথের সামনে ব্যাপক উত্তেজনা। বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। এমনকি, বুথে পোলিং এজেন্ট বসিয়ে ফেরার সময়েও মারধরের অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী সাব্বির আহমেদের ইলেকশন এজেন্ট।
সকাল ৭.৪৫: হুগলিতে মোটের উপর শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে নির্বাচন।
সকাল ৭.৩০: উলুূবেড়িয়া উত্তরে তৃণমূল নেতার বাড়িতে ইভিএম। সেক্টর অফিসারকে সাসপেন্ড করল কমিশন। ভুল স্বীকার অভিযুক্ত সেক্টর অফিসারের। ভোটের কাজে ব্যবহৃত হবে না ওই ভিভিপ্যাট বা ইভিএম।
সকাল ৭.২০: মগরাহাটের আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা। মইদুল ইসলাম প্রার্থী বুথে ধর্ণায় বসেছেন। অভিযোগ এজেন্ট বসাতে দিচ্ছে না, টিএমসি হুমকি দিচ্ছে।
সকাল ৭.০৯: বাড়িতে সেল খুলে সর্বত্র নজরে রাখছেন রায়দিঘির সংযুক্ত মোর্চার প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের। বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৭.০৮: হিঞ্চেখালিতে অশান্তি।বিজেপি কর্মীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ।
সকাল ৭.০৫: ক্যানিংয়ের দুর্গাপুরে আইএসএফ এজেন্টকে বাধা। তৃণমূলের সঙ্গে হাতাহাতি
সকাল ৭.০০: শুরু হল ভোটগ্রহণ
সকাল ৪.৫০: বাগনানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর। নিয়ম তৃণমূলের বক্তব্য নিয়মই ক্যাম্প হওয়া সত্ত্বেও ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ।
সকাল ৬.৪২: উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেওয়ার অভিযোগ সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ। রাতভর ঘেরাও গ্রামবাসীদের। রিগিংয়ের উদ্দেশ্যেই এই কাজ, অভিযোগ বিজেপির।
সকাল ৬.৩০: তারকেশ্বরের একটি বুথে মক পোলিংয়ের সময় ইভিএমে সমস্যা।
সকাল ৬.২০: গোঘাটে বিজেপি সমর্থকের স্ত্রীকে খুন। বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ।
সকাল ৬.১৫: খানাকুল এলাকায় রাতভর তৃণমল কংগ্রেস হুমকি পাচ্ছে বলে অভিযোগ।
সকাল ৬.১০: বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ।
সকাল ৬.০০: বাসন্তীর সোনাখালিতে উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে পুলিশ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় নির্বাচনে ভোটগ্রহণ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১টি কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরিগনার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া, গোঘাট, হরিপাল, আরামবাগ, ধনেখালি, পুরশুড়া, তারকেশ্বরে হবে ভোটগ্রহণ। হাওড়ায় ভোটগ্রহণ হবে উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, আমতা।