11.30 AM : বেলা এগারোটা পর্যন্ত ভোট দানের হার ৩১.৯ শতাংশ
10.35 AM : সকাল ১০.৩৫ পর্যন্ত কেরলে ভোটদানের হার ১৩.৮৮ শতাংশ
8.55 AM : ত্রিশূরে সকাল ৯.১৫ পর্যন্ত ভোট দানের হার ১০.৬৫ শতাংশ
8.35 AM : সকাল ৮.৩০ পর্যন্ত পালাক্কাড় আসনে ভোট দানের হার সবচেয়ে বেশি, ভোট পড়েছে ৯ শতাংশ
8.00 AM : সকাল ৮টা পর্যন্ত কেরলে ভোট দানের হার ৭.০৬ শতাংশ
6.55 AM: কেরলের পালাক্কাড় আসনের দিকে নজর রয়েছে, এই আসনে লড়ছেন মেট্রো ম্যান ও বিজেপি প্রার্থী ই শ্রীধরণ
6.45 AM : বৃহস্পতিবার ভাগ্য নির্ধারিত হবে ৯৫৭ জন প্রার্থীর
6.40 AM : মোট ভোটার সংখ্যা ২,৭৪,৪৬,০৩৯
6.30 AM : ১৪০টি বিধানসভা আসনের জন্য পোলিং বুথের সংখ্যা ৪০,৭৭১টি
6.15 AM : লড়াই কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) এবং সিপিএম নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের (LDF)
6.00 AM : প্রথম ও শেষ দফার নির্বাচন কেরলে