রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের দোরগোড়ায়, একদিনে সংক্রমিত ১,৯৬১ জন

ভোটের (West Bengal Assembly Elections) উত্তাপ যত বাড়ছে ততই ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন বাংলার প্রায় দু’হাজার মানুষ। করোনার বলি হয়েছেন ৪ জন। একদিনে মারণ ভাইরাসকে হারিয়ে ঘরে ফিরছেন ৬৬৪ জন।

বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই তৃতীয় দফার ভোট। তবে তারপরও বাকি থাকবে আরও ৫ দফা। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিল করছে রাজনৈতিক দলগুলি। সেখানে জড়ো হচ্ছেন বহু মানুষ। আর এসবের মাঝেই চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ১,৯৬১ জন। তাঁদের মধ্যে ৬০৬ জনই তিলোত্তমার। অর্থাৎ সংক্রমিতের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৫০৩ জনের শরীরে। তৃতীয় স্থানে হাওড়া। সেখানে নতুন করে সংক্রমিত ১৮৪ জন। হুগলিতে একদিনে আক্রান্ত ৮৯ জন। এছাড়াও সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে এদিন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৯৫, ৫৭৬।

[আরও পড়ুন: কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর! মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতিকে কেন্দ্র করে উত্তাল ভাতার]
জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার ৪ জনের। তাঁদের মধ্যে একজন করে পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ১০, ৩৪৮ জন। একদিনে করোনাজয়ীর সংখ্যা ৬৬৪ । তাঁদের মধ্যে ২১৯ জন কলকাতার। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি সুস্থতার নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা ৫, ৭৩, ৭৮২। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৬, ১৭৪ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৯৩,০৪,৪০৭ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.