গতকালকে একটা গান প্রসঙ্গে দিলীপ দার একটা মন্তব্যকে অনেক রকম ভাবে বিকৃত করা হচ্ছে।
ভারতীয় জনতা পার্টিতে সিনেমার জগৎ থেকে অনেকেই জয়েন করেছেন। তাদের একটা পরিচয় ফিল্ম ইন্ডাস্ট্রির হলেও আমাদের কাছে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নেতা, নেত্রী।
দিলীপ দার মন্তব্যটা যদি পুরো দেখা হয় তাহলে এটা বোঝা যাবে তিনি মন্তব্য করেছেন ওই বিশেষ শ্রেণীর কলাকুশলীদের জন্য। যারা সময় বুঝে কলাকুশলী হন, সময় বুঝে বুদ্ধিজীবী হন, সময় বুঝে মহিলা হন, সময় বুঝে আদিবাসী বা দলিত হন। আসলে এদের বেশির ভাগ টা হল বামপন্থী।
আমার পেশাগত পরিচয় আমি আইনজীবী। রাজনৈতিক পরিচয় হলো ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গ প্রদেশের সহ-সভাপতি। রাজনীতির ক্ষেত্রে থেকে আমি আমার পেশাগত পরিচয় নিশ্চয়ই দেব না। ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন পেশা থেকে লোকজন আছে। তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এইটুকু পরিচয় থাকে না।
আমি জানি যে তারা সময় সময় পাল্টে গিয়ে বিভিন্ন রকম নাম নেন না। দিলীপ দার মন্তব্য কে generalise করার কোনো কারণ নেই। গানটা শুনবেন তারপর ইন্টারভিউটা দেখবেন।
ঘোলা জলে মাছ ধরার চেষ্টা না করাই ভালো।
তরুণজ্যোতি