পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিল দেশের করোনাগ্রাফ।গত বছর করোনাভাইরাস মহামারীটি শুরু হওয়ার পর থেকে এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্ত হল ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ। এর আগে এক দিনে সর্বাধিক সংক্রমণ হয়েছিল ২০২০ সালের ১৬ ই সেপ্টেম্বর।ওই দিন করোনা থাবা বসিয়েছিলো ৯৭ হাজার ৮৯৪ জনের শরীরে।একদিনে দৈনিক সংক্রমণ ১ লক্ষ পার করার পর ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৯২১ জন। এক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।
রবিবার দেশে ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ২৪৯ জন।মৃতের সংখ্যা ৫১৩ জন। যা গত বছর ডিসেম্বর মাসের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছিল। সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে ৪৭৭ জন। এখনও পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১৩২ জন।
সংক্রমণের বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য।গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার পার করেছে । মুম্বই শহরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৪৪৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের।মহারাষ্ট্রে দ্রুত হারে করোনার সংখ্যা বাড়তে থাকায় রাতের কার্ফু-সহ বেশ কিছু কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য সরকার। রাত্রিকালীন কার্ফু শুরু হবে রাত ৮ টা থেকে সকাল সাতটা পর্যন্ত।মহারাষ্ট্র ছাড়াও দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা,কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশর মতো রাজ্যগুলিতেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বিশ্বের বর্তমান করোনা পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের নিরিখে ফের বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত। এমনকী করোনা তালিকায় ভারতের উপরে থাকা আমেরিকা, ব্রাজিলের রেকর্ডও ফের পাঁচ মাস পর ভাঙতে শুরু করেছে ভারত। আর তাতেই বাড়ছে উদ্বেগ। যদিও মোট সংক্রমণের নিরিখে এখনও বিশ্ব করোনা তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে ব্রাজিল।