করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার তাঁর সংস্পর্শে আসা আরও ৪৫ জনও করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, আক্রান্তরা প্রত্যেকে হিন্দি ছবি ‘রাম সেতু’-র শুটিংয়ের নানা কাজে যুক্ত ছিলেন। নিজে করোনা আক্রান্ত হওয়ার পরেই টুইটে সেই খবর জানিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা টেস্ট করাতে আর্জি জানিয়েছিলেন অক্ষয়।
সেই মতো পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনার সংক্রমণের হদিশ মেলে। অক্ষয়ের আগামী ছবি ‘রাম সেতু’র একাধিক কলাকুশলী করোনা আক্রান্ত হয়েছেন। যা নিযে রীতিমতো আতঙ্কে ছবির নির্মাতারা। তবে অক্ষয় কুমারের সংস্পর্শে আসা নতুন করে চিহ্নিত করোনা আক্রান্তদের প্রায় প্রত্যেকেরই মৃদু বা কারও কোনও উপসর্গই নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।
করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে দেশজুড়ে। সোমবার চলতি বছরে দেশে রেকর্ড সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ। এর আগে এক দিনে সর্বাধিক সংক্রমণ হয়েছিল ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর। ওই দিন করোনা থাবা বসিয়েছিলো ৯৭ হাজার ৮৯৪ জনের শরীরে। একদিনে দৈনিক সংক্রমণ ১ লক্ষ পার করার পর ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৯২১ জন। করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।
রবিবার দেশের দৈনিক সংক্রমণ ছিল ৯৩ হাজার ২৪৯ জন। মৃতের সংখ্যা ৫১৩ জন। যা গত বছর ডিসেম্বর মাসের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছিল। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে ৪৭৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬৫ হাজার ১৩২ জন। সংক্রমণের সবচেয়ে বেশি প্রভাব মহারাষ্ট্রে। গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার পার করেছে মারাঠাভূমে। শুধু মুম্বই শহরেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাডাউন, জারি নাইট কারফিউ। করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে মহারাষ্ট্রে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার লকডাউনের সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের। শনি ও রবিবার রাজ্যজুড়ে লকডাউনের পাশাপাশি নাইট কারফিউ জারির সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের সরকারের।