গতকাল প্রথম কালবৈশাখীর পর তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও আগামী দু’দিনে আবহাওয়ার তেমন একটা পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবারও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিললেও গুমোট গরম বহাল থাকছে। পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আন্দামান সাগরের উপর নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সংলগ্ন অঞ্চলে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজেছিল কলকাতা ও শহরতলি, হাওড়া,বর্ধমান। শহরে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড় হয়েছে। কলকাতার পাশাপাশি মরশুমের প্রথম কালবৈশাখী হয়েছে বিভিন্ন জেলাতেও। কালবৈশাখীর প্রথম আঘাত আসে বোলপুরে। প্রবল ঝড়ে রাস্তায় উপড়ে পড়ে গাছ। বন্ধ হয়ে যায় রাস্তা। শহরের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ ভেঙে পড়ে বেশ কিছু দোকানের পাশাপাশি কয়েকটি টোটোরও ক্ষতি হয়। পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বছরের প্রথম কালবৈশাখীর জেরে প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছিল কলকাতাসহ জেলাবাসী।
আবহাওয়া অফিস জনিয়েছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ম তাপমাত্রা তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯%, ন্যূনতম ৩৪%৷ গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০০০.১ মিলিমিটার। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এই সপ্তাহে শহরের তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির কাছাকাছি ঘুরপাক খাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।