গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ১,৯৫৭ জন

আতঙ্ক বাড়িয়ে রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ।  গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ১,৯৫৭ জন । রবিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। এদিন স্বাস্থ্যদফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১,৯৫৭ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৬৩৪ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৪৬২ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। হাওড়ায় একদিনে আক্রান্ত ১৭৪ জন। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে একদিনে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১২০ ও ১০৩ জন। এদিকে, পর্যটকের সংখ্যা বাড়তে কোভিড আক্রান্ত বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ৪০ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। সব মিলিয়ে  ১,৯৫৭ বেড়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লক্ষ ৯৩ হাজার ৬১৫ জন। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি চারজন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।তবে করোনার সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৬৪৪ জন। এ নিয়ে মোট ৫ লক্ষ ৭৩ হাজার ১১৮ জন করোনাজয়ী। সুস্থতার হারও গতকালের তুলনায় কমল। বর্তমানে ৯৬.৫৫ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্ত। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রমী নয় বাংলায়। স্বাস্থ্যদফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। একদিনে করোনা টেস্ট হয়েছে ২৬ হাজার ৭৬৮ জনের। এখনও পর্যন্ত মোট ৯২ লক্ষ ৭৮ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.