বাংলায় দ্রুত বাড়ছে কোভিড সংক্রমণ, জরুরি বৈঠকে স্বাস্থ্য দফতর

কোভিডে লাগাম টানা গিয়েছিল বলে মনে করছিলেন অনেকে। তা যে ভুল সেটা গত কয়েকদিন ধরেই মালুম হয়েছিল। তারপর শুক্রবার রাতে স্বাস্থ্য দফতর যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৭৩৬ জন।

বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৭৯ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের। এর ফলে বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিডে মৃতের সংখ্যা ১০ হাজার ৩৪০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায়। কলকাতায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৫২৮ ও উত্তর চব্বিশ পরগনায় ৩৯২ জন। যে পাঁচ জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে দুজন কলকাতা ও দুজন উত্তর চব্বিশ পরগনা ও একজন হুগলির বাসিন্দা।

তবে অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি সেই তুলনায় বাংলার অবস্থা এখনও ভাল। অনেকের মতে আনলক পর্বে কোভিড সম্পর্কে সাধারণের ভয় ভেঙে গেছে। যার ফলে সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরার বিধিগুলি শিথিল হওয়াই এই পরিস্থিতির অন্যতম কারণ।

তবে ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিন স্বাস্থ্য সচিব সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকে জেলাগুলোকে বলা হয়েছে অক্সিজেন ও আইসিইউ বেডের ও যাবতীয় ব্যবস্থা রাখতে বলা হয়েছে, স্বাস্থ্য দফতরে বৈঠকে টিকাকরণে বেশি করে গুরুত্ব দিতে হবে। যাতে ৪৫ বছরের উপরে সকলকে ভ্যক্সিন দেওয়ার কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.