শুক্রবারের তুলনায় সামান্য বাড়ল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ ,৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর ।
কলকাতায় চোখ রাঙাচ্ছে সংক্রমণ। এদিনও সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে এ শহরে। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংক্রমিত হয়েছেন ৩৯২ জন। শতাধিক আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তবে নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলেনি কালিম্পংয়ে। সবমিলিয়ে এদিন ১,৭৩৬ জন করোনা আক্রান্ত হওয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৯১ হাজার ৬৫৮ জন।
আমজনতার বেহিসেবি জীবনযাপনের জেরে ফের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁরা কলকাতা (২), উত্তর ২৪ পরগনা (২) ও হুগলি (১)-র বাসিন্দা।
সংক্রমণের শুরু থেকেই বাংলার করোনাজয়ীর হার ছিল ঊর্ধ্বমুখী। এদিনও করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭৯ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭২ হাজার ৪৭৪ জন। সুস্থতার হার ৯৬.৭৬ শতাং। তবে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের চেয়ে কম ছিল কোভিডজয়ীর সংখ্যা। ফলে বাংলার অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪৪ জন। ২৪ ঘণ্টার মধ্যে একধাক্কায় চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ১২ জন।
তবে সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে চলছে কোভিড পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত বাংলায় ৯২ লক্ষ ৫১ হাজার ৪৬৫ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।
2021-04-04