রাজ্য়ে প্রচারে যোগী আদিত্য়নাথ, উলুবেড়িয়ায় রোড শো

শনিবাসরীয় ভোটের প্রচার সরগরম। রাজ্য়ে প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমেই হাওড়ার উলুবেড়িয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন যোগী। এদিনই হাওড়ার সালকিয়াতেও দলের অপর একটি রোড শোতেও যোগ দেবেন তিনি। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও কুলতলিতে দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন জনসভা করবেন যোগী আদিত্যনাথ।

একুশের ভোট প্রেস্টিজ ফাইট। বাংলা দখলে প্রত্যয়ী পদ্ম শিবির। আপাতত দু’দফার ভোট শেষ এখনও বাকি ছ’দফার নির্বাচন। তবে প্রথম দুই পর্বের ভোটে খুশি বিজেপি। দুই পর্বের ভোটেই ভালো ফল করবেন দলের প্রার্থীরা, আশাবাদী মোদী, শাহ, নাড্ডারাও। আজ সপ্তাহ শেষে রাজ্যে গেরুয়া ঝড়। আজই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রোড শো, সভা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শনিবার সকালে প্রথমেই হাওড়ার উলবেড়িয়ায় চলে যান যোগী। বর্ণাঢ্য রোড শোতে যোগ দেন বিজেপি নেতা। যোগীকে দেখতে দলের অগণিত কর্মী-সমর্থক আগে থেকেই ভিড় জমিয়েছিলেন। যোগী যেতেই উঠল জয় শ্রীরাম স্লোগান।

দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে নিজেও জয় শ্রীরা স্লোগান তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সুসজ্জিত ট্যাবলো দলের প্রার্থী ও নেতাদের সঙ্গে নিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে চলল গাড়ি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনদের হাত নেড়ে সাধুবাদ জানালেন যোগী। গাড়িতে থাকা ফুল ছুড়তে থাকেন কর্মীদের উদ্দেশ্যে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় আজ রঙিন উলুবেড়িয়ার রাজপথ। আজকের এই মেগা রোড শো ভোটের মুখে দলের কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করবে বলে মত স্থানীয় বিজেপি নেতৃত্বের। আজ, উলুবেড়িয়ার রোড শেষ করে যোগী সোজা চলে যাবেন সালকিয়ায়।

সেখানেও দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করবেন যোগী আদিত্যনাথ। এরপর তাঁর কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনায়। কপ্টারে সোজা প্রথমেই ফলতায় গিয়ে নামবেন যোগী। সেখানে সভা সেরে তাঁর গন্তব্য কুলতলি। আগামী ৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার দ্বিতীয় পর্বের ভোট। তার আগে জনসমর্থন বাড়াতে আজ যোগীর পাশাপাশি এই জেলার সোনারপুরে সভা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে শনিবাসরীয় ভোটের প্রচার সরগরম। শাসক-বিরোধীদের প্রচার-পাল্টা প্রচারে তপ্ত বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.