ক্রমাগত বাড়ছে, পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৭৩৩ জন

গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা । এরই মাঝে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭৩৩ । শুক্রবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে।
স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সেখানকার ৩৩১ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৭৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। এই একদিনে করোনা থাবা বসিয়েছে সেখানকার ১৫৯ জনের শরীরে। কালিম্পং ও ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৮৯, ৯২২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪ জনের। তাঁদের মধ্যে দু’জন কলকাতার ও বাকিরা হাওড়ার।
সংক্রমণের পাশাপাশি সামান্য হলেও বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে হাসিমুখে ঘরে ফিরেছেন রাজ্যের ৫৫০ জন। তাঁদের মধ্যে ১৭৩ জন কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখেও প্রথম স্থানে তিলোত্তমা। এখনও পর্যন্ত করোনা জয় করেছেন রাজ্যের মোট ৫, ৭১, ৮৯৫ জন।
বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ৬ দফা বাকি। ফলে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। সভাগুলিতে জমায়েত করছেন হাজার হাজার মানুষ। এছাড়া ট্রেনে-বাসে রীতিমতো বাদুরঝোলা হয়ে যাতায়াত করছে আমজনতা। অর্থাৎ দূরত্ব বিধি কার্যত শিকেয়! মাস্ক ছাড়াই পথে নামছেন অনেকে। আর এরই মাঝে লাফিয়ে বাড়ছে মারণ করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের পরিসংখ্যানে কার্যত ঘুম উড়েছে রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.