একটি ভোটকেন্দ্রে সাধারণত একটি বুথ থাকে। কিছুক্ষেত্রে দুটি বুথ থাকে।
১) পুরোনো নিয়ম ছিল, বাহিনী ও পুলিশ বুথে ঢুকতে পারবে না। কমিশন সেই নিয়মকে আরেকবার ক্লিয়ার করলেন মাত্র।
অর্থাৎ, যে রুমে আপনি ভোট দেন, সেই রুমে বাহিনী ঢুকবে না। (আবার বলছি বুথে। কেন্দ্রে নয়। ভোটকেন্দ্রে অবশ্যই বাহিনী তার নিজের কাজ করবে।) কিন্তু, কোনো স্পেশাল কন্ডিশনে ওরা একশন নিতে পারে। আগেও পারতো। অর্থাৎ, কোনো পরিবর্তনই হচ্ছে না।
২) পরিচয়পত্র দেখার দায়িত্ব ফার্স্ট পোলিং-এর। একটু সময় বাঁচানোর জন্য তাঁরা দরজার সামনে থাকা বাহিনীকে পরিচয়পত্র দেখতে বলতেন। বাহিনীর অনভ্যস্ত চোখে এসবে সমস্যা হতো। নির্বাচন কমিশন স্ট্রিক্টলি এই কাজ যাঁর ছিল, অর্থাৎ ফার্স্ট পোলিং, তাঁকেই করতে বললেন।
অর্থাৎ, নির্ভয়ে ভোট দিন। কোনোভাবেই কোনোমতেই প্রভাবিত হবেন না।