যুযুৎসু দা পাত ধরনী

একটা ছোটবেলার কাহিনী মনে পড়ল । তখন আমরা “জুডো” শুনিনি। যুযুৎসু বলেই জানতাম । আমাদের বন্ধু তিনকড়ির দাদা নাকি যুযুৎসু জানে! আমরা ওদের বেশ সমীহের চোখে দেখতাম।
একদিন হল কি, পাড়ার ক্রিকেট ম্যাচে টস হচ্ছে, যুযুৎসু দাদা এক দলের ক্যাপ্টেন । পড়েছে টেল, কিন্তু দাদা তা মানবে না, বলছে হেড পড়েছে ! তাই নিয়ে ধুন্ধুমার। বিপক্ষ ক্যাপ্টেন সঙ্গে লেগে গেল। যুযুৎসু দা বিরাট এক হুঙ্কার দিয়ে পা ছুঁড়লে ওর মাথার কাছাকাছি । আমরা শঙ্কিত । ব্যাটা মরল বুঝি এইবার !
অবাক হয়ে দেখলাম সে ব্যাটা স্রেফ পা টা ধরে আরো খানিক ওপরে তুলে দিল ।- যুযুৎসু দা পাত ধরনী, কোমরে চোট, আর উঠতে পারছে না।
আমরা ধরাধরি করে বাড়ি নিয়ে যাচ্ছি, এমন সময়ে আমাদের তিনকড়ি ওরফে তিনু বলল,- ওঃ দাদা যা একটা প্যাঁচ দিয়েছে না ! ওই ছেলেটা বাড়ি গিয়ে টের পাবে! পড়ার ভান করে দাদা ওর পেটে খামচে দিল না ! ওতেই ওর এমন পেট খারাপ হবে যে ডাক্তার বদ্যিও সারাতে পারবে না !

গল্পটা মনে পড়ল, কারণ এই ফেসবুকেই পড়লাম, একজন লিখেছে, – ” ওঃ , কি মাস্টার স্ট্রোক! দিদি দু ঘন্টা পুলিশ, মিডিয়াকে ওখানে আটকে রেখে বাকি জায়গায় কেমন ভোট করিয়ে নিল ” !
একজন তাতে আবার লিখল,- তার মানে ,দিদিই জিতছে !

গোপাল সোম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.