দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ালেন প্রশান্ত কিশোর। শুধু পিকে নয়, তৃণমূলের সঙ্গে সম্পর্কে ইতি টানল তাঁর সংস্থা আইপ্যাকও। হঠাৎ কি এমন হল যে ভোট মিটতে না মিটতেই তৃণমূলের সংশ্রব এড়িয়ে চলতে চাইছেন প্রশান্ত কিশোর? সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে চরম উষ্মা প্রকাশ করেছেন পিকে। সূত্রের খবর, তাঁর অভিযোগ কোনও পরামর্শই শোনেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে যেটা ভালো মনে করেন সেটাই করেন। এমনতি যুক্তি দিয়ে বোঝালেও মমতা বুঝতে চান না। তার ওপর এমন কিছু পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা আরও তৃণমূলকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। এমনকি ঘনিষ্ঠ মহলে প্রশান্ত কিশোর এও দাবি করেছেন যে, নন্দীগ্রামে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে না দাঁড়ান তার জন্য বারবার বলা হলেও তিনি শোনেন নি। দ্বিতীয় দফার ভোটের দিন যেভাবে লোক জন নিয়ে মমতা বুথের মধ্যে প্রায় দু’ঘণ্টা বসে ছিলেন তারও তীব্র নিন্দা করেছেন প্রশান্ত কিশোর। সব মিলিয়ে পিকে এবং তাঁর সংস্থা আইপ্যাক স্পষ্টতই বুঝতে পেরেছে এই ভোটে তৃণমূলের ভরাডুবি প্রায় নিশ্চিত। সেকারণেই তড়িঘড়ি তৃণমূলের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন পিকে। পাশাপাশি পাঞ্জাব ভোটে পিকেকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সুতারং তিনি আর পশ্চিমবঙ্গে সময় নষ্ট করতে চাইছেন না।
2021-04-01