করোনার টিকা নিলেন পীযূষ গোয়েল, দেশকে কোভিড-মুক্ত করার আহ্বান

করোনাভাইরাসের প্রথম দফার ডোজ নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টিকা নেওয়ার পরই দেশকে সুস্থ ও কোভিড-মুক্ত করার আহ্বান জানালেন গোয়েল। বৃহস্পতিবার দিল্লি এইমস-এ করোনাভাইরাসের প্রথম দফার ডোজ নিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টিকা নেওয়ার পর ভ্যাকসিন নেওয়ার একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে পীযূষ গোয়েল জানিয়েছেন, “কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিলাম। সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করছি, আপনি যোগ্য হলে টিকা নিন এবং অন্যদেরও টিকা নেওয়ার জন্য উৎসাহিত করুন। আসুন আমরা সবাই একসঙ্গে দেশকে সুরক্ষিত ও সুস্থ করে তুলি এবং ভারতকে কোভিড-১৯ মুক্ত করে তুলি!”উল্লেখ্য, ৪৫ বছরের ঊর্ধ্বে সকলের জন্য বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ। টিকাকরণের মধ্যেই ভারতে দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২,৩৩০ জন, এবছরের মধ্যে সর্বাধিক। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ৪৫৯, মৃত্যুর সংখ্যাও সর্বাধিক। খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, পঞ্জাব, কেরল, তামিলনাড়ু, গুজরাট ও মধ্যপ্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.