বিকেল তখন সওয়া চারটে। নন্দীগ্রাম সহ দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও ২ ঘন্টার চলার কথা। ঠিক এমনই সময়ে উলুবেড়িয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে—“দিদি! ও দিদি! কী শুনছি! আপনি নাকি শেষ দফার ভোটে আরও একটি আসনে মনোনয়ন পেশ করবেন!”
প্রধানমন্ত্রীর এই টিপ্পনির উদ্দেশ্য স্পষ্ট। মোদী পরিষ্কার বোঝাতে চেয়েছেন, নন্দীগ্রামে হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা প্রধানমন্ত্রী অনেকটাই স্পষ্ট করে বলেছেনও। তবে তৃণমূল নেত্রী যাতে দ্বিতীয় কোনও আসন থেকে আর প্রার্থী হতে না পারেন, সেই রাস্তাটাই বন্ধ করতে চাইছে বিজেপি।
মোদী যখন উলুবেড়িয়ায় বক্তৃতা দিচ্ছেন, তার ঠিক আগেই নন্দীগ্রামের বয়ালের বুথ থেকে বেরিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নন্দীগ্রামের ভোট নিয়ে তিনি কমিশনের কাছে ৬৩ টি অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রামে চিটিংবাজি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভোট হয়েছে। তাঁর কথায়, আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে চিন্তিত।
এর পরই প্রধানমন্ত্রী বলেন, “নন্দীগ্রামে যা হয়েছে সবাই দেখেছে। এতো পরিষ্কার যে, মমতা দিদি ওখানে হার স্বীকার করে নিয়েছেন। বাংলায় বিজেপি সরকার গড়তে চলেছে।” প্রধানমন্ত্রী বলেন, বাংলায় এলেই কানাঘুঁষো শুনতে পাই, দিদি নাকি আরও একটা আসন থেকে লড়তে পারেন। কিন্তু যেখানেই লড়ুন না কেন, সেখানেও বাংলার মানুষ আপনাকে বিপুল ভোটে হারিয়ে দেবে।