করোনার প্রকোপ রুখতে এবার কড়া কলকাতা মেট্রো। মাস্ক ছাড়া মেট্রোয় ওঠার ক্ষেত্রে জরিমানার নির্দেশ কার্যকর করল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এখন থেকে মাস্ক ছাড়া মেট্রোয় উঠলেই জরিমানা গুনতে হবে ২০০ টাকা।
দেশের একাধিক রাজ্যের পাশাপাশি কলকাতাতেও বাড়ছে সংক্রমণ। মঙ্গলবারও আক্রান্ত হয়েছে ১০০-র বেশি মানুষ। সেই সংক্রমণে রাশ টানতেই এবার মাস্ক না পড়া ব্যক্তিদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
অন্যদিকে করোনা পরিস্থিতিতে আপাতত অনির্দিষ্ট কালের জন্য টোকেন ব্যবস্থা স্থগিত রাখার সিদ্ধান্তই কার্যকর রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। দেশে করোনার হার আবার বৃদ্ধি পাওয়ায় মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
আরও খবর পড়ুন – নাম নথিভুক্তকরণ পদ্ধতির পরিবর্তন! জেনে নিন করোনা টিকাকরণের খুঁটিনাটি
উল্লেখ্য, করোনা মহামারির জেরে ২০২০ সালের ২৩ মার্চ থেকে কলকাতা মেট্রো রেলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। টানা ১৭৫ দিন পরিষেবা বন্ধ রাখার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। কিন্তু মেট্রোয় চড়তে বাধ্যতামূলক করা হয় ই-পাস। ধীরে ধীরে ই-পাস তুলে দেওয়া হয় ঠিকই। কিন্তু এখনও শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহার করলে তবেই চড়া যাচ্ছে মেট্রোতে।
১৫ মার্চ থেকে টোকেন চালুর কথা থাকলেও ফের সংক্রমণ বাড়ায় সেই রাস্তায় হাঁটল না মেট্রো কর্তৃপক্ষ। সূত্র মারফত জানা গিয়েছে, যে ভাবে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র, কেরল-সহ বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে চিন্তিত মেট্রো কর্তৃপক্ষ। কলকাতাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে। আগামী কয়েক দিন পরিস্থিতির উপর নজর রাখতে চায় মেট্রো। তার পর টোকেন চালু করলেও করা হতে পারে।
উল্লেখ্য, লকডাউনের আগে মেট্রোয় প্রতিদিন গড়ে সাতলক্ষ যাত্রী যাতায়াত করত। কিন্তু পরে সেই যাত্রী সংখ্যা কমায় চাপ পড়ে মেট্রোর ওপরে। আর্থিক ধাক্কা সামলাতে বিজ্ঞাপনী খাতে আয় বাড়াতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো। স্মার্ট কার্ডের পরে এ বার বিজ্ঞাপন দেওয়ার জন্য মেট্রো স্টেশনের নাম এবং টোকেন ভাড়া দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।