নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সকাল ১১ টার মধ্যেই ৩৪ শতাংশ ভোট পড়ে গেল। অর্থাৎ প্রথম চার ঘন্টায় এক তৃতীয়াংশের বেশি ভোট পড়েছে।
এই দফায় মোট ৩০ টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে সবথেকে বেশি হারে ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১ টার পর্যন্ত ৪১.৩৭ শতাংশ ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৩৮.২৫ শতাংশ। বাঁকুড়ায় ভোট পড়েছএ ৩৭.০৪ শতাংশ। তবে সবথেকে কম ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলায়। সেখানে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে।
বাংলায় ভোটে সাধারণ ধারনা হল, সকাল সকাল ভোটের হার বেশি হওয়া মানে বিপুল সংখ্যায় মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন। আর শেষ বেলায় ভোট শতাংশ বাড়ার অর্থ ছাপ্পা ও বুথ দখল বলে অনেকে মনে করেন। সেই ব্যাখ্যা যদি সঠিক হয়, তা হলে এদিন সকাল পর্যন্ত যে হারে ভোট পড়েছে চার জেলায় তা উৎসাহ ব্যঞ্জক।