বীরভূমের বোলপুর বিধানসভায় ভোট অষ্টম পর্যায়ে, ২৯ এপ্রিল। সেখানে পুলিশ রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করা হল কমিশনের কাছে। অভিযুক্তদের সাসপেন্ড করার দাবিও উঠেছে।
বুধবার বিজেপির পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদ, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়, বোলপুরের আইসি সুমন্ত বিশ্বাস ও পারুই থানার ওসি বৃকোদর সান্যাল অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সাসপেন্ড করার দাবি জানানো হয়।
বিজেপি নেতাদের অভিযোগ, ওই চার আধিকারিক শাসকদল তৃণমূলের নেতাদের নির্দেশমতো চলছেন। ওই এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার করতে বাধা পাচ্ছে বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকরা। ওই কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়, তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওডিশার সাংসদ অশ্বিনী বৈষ্ণ, ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং দলের রাজ্য নির্বাচন কর্মকান্ড সেলের শিশির বাজোরিয়া— এই চার বিজেপি নেতার সই করা চিঠি দেওয়া হয় রাজ্যের সিইও-কে। প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকেও।