পারদ চড়ছে। নন্দীগ্রামে হাইভোল্টেজ প্রচারের শেষে সেই পারদের তাপ আরও বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এদিন প্রচার ও রোড শো করেন অমিত শাহ। তিনি বলেন বাংলার যে হাওয়া বোঝা যাচ্ছে, তাতে বিজেপির ওপর মানুষের আশীর্বাদ রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতবে বিজেপি।
তবে এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বাংলার পরিবর্তনের সঙ্গে তুলনা করেন অমিত শাহ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন নন্দীগ্রামে পরিবর্তন আসলেই গোটা বাংলায় পরিবর্তন আসবে। তাই নন্দীগ্রাম থেকেই বাংলার পরিবর্তনের জয়যাত্রা শুরু হোক।
নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে ধর্ষণের ঘটনার উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন তিনি। অমিত শাহ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী। তাঁর উপস্থিতিতেও মহিলারা সুরক্ষিত নন। তাহলে গোটা রাজ্যের কী অবস্থা সহজেই বোঝা যায়। এদিন রোড শোর পরে একটি ছোট সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানেই তিনি বলেন বাংলায় পরিবর্তন প্রয়োজন, তার সূচনা হবে নন্দীগ্রাম থেকেই। নন্দীগ্রামে বড় ব্যবধানে জয় পাবেন শুভেন্দু অধিকারী। তাঁর জয় এখন সময়ের অপেক্ষা। তিনি এই ঘরের ছেলে, এই মাটির ছেলে। রোড শোয়ে অভূতপূর্ব সাড়া মিলেছে। সেই সাড়া মিলবে ভোটবাক্সেও।
এদিন গোসাবায় নজিরবিহীন ভাবে অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় উন্নয়নকে ইস্যু করে বিজেপি কার্যত চ্যালেঞ্জ জানান অভিষেক। তিনি বলেন, অমিত শাহ বড় বড় কথা বলছেন। কিন্তু ঠিক কী উন্নয়ন হয়েছে বিজেপি শাসিত রাজ্যে, তার রিপোর্ট কার্ড দেখাচ্ছেন না। অমিত শাহ নিজে সভাস্থল বাছুন, সময় বেছে নিন, তারিখ বলে দিন। এরপর সেখানে তৃণমূল তার উন্নয়নের রিপোর্ট কার্ড দেখাবে, অমিত শাহও সেখানে রিপোর্ট কার্ড দেখান।
এবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত।