কেরলে হিংসার সংস্কৃতি বন্ধ করতে পারবে একমাত্র বিজেপিই : প্রধানমন্ত্রী

কেরলে একমাত্র বিজেপিই পারবে হিংসার সংস্কৃতি বন্ধ করতে। কেরলের পালাক্কড় থেকে কেরলবাসীকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এলডিএফ এবং ইউডিএফ-কে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এলডিএফ এবং ইউডিএফ যদি আমাদের সংস্কৃতিকে অবমাননা করে, তাহলে আমরা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করব না।” কেরলের পালাক্কড় বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হলেন ‘মেট্রোম্যান’ ই শ্রীধরণ। মঙ্গলবার ই শ্রীধরণের সমর্থনে পালাক্কড়ে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, “পালাক্কড়ে এসে আমি আনন্দিত ও মুগ্ধ। এখান থেকেই কেরলে নিজের প্রথম জনসভার সূচনা করছি। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য আপনাদের আশীর্বাদ নিতে এসেছি আমি। আমি এখানে এমন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি, যা কেরলের বর্তমান পরিস্থিতির থেকে ভিন্ন। বিগত কয়েক বছরে কেরলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছে। এই পরিবর্তন যুবকদের আকাঙ্খিত, বিশেষ করে প্রথমবার যাঁরা ভোটার হয়েছেন। কেরলের জন্য বিজেপির দৃষ্টিভঙ্গি হল এগিয়ে যাওয়া এবং উচ্চাভিলাষী। আর তাই রাজ্যের যুবকরা বিজেপিকে প্রকাশ্যেই সমর্থন করছেন, গোটা দেশে এই প্রবণতা দেখা যাচ্ছে।”
আগামী ৬ এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ কেরলে, এদিন পালাক্কড়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “কেরলের যুবসমাজ পরিবর্তন চাইছেন, বিজেপি সেই পরিবর্তনের আশ্বাস দিচ্ছে। ৬ এপ্রিল আপনারা যখন ভোট দেবেন, সুশাসন ও উন্নয়নের পক্ষে ভোট দেবেন। এমন একটি সরকারকে ভোট দেবেন, যে সরকার শান্তি ও সমৃদ্ধির নিশ্চয়তা দেয়।” মোদী বলেন, “গণতন্ত্রে আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকতেই পারে, কিন্তু হিংসা কখনওই গ্রহণযোগ্য নয়। আমাদের বহু কার্যকর্তা প্রাণ হারিয়েছেন। কেরলে বিজেপি সরকারই পারবে হিংসার সংস্কৃতি বন্ধ করতে। বামদলগুলি বহুবার কেরলের ক্ষমতায় এসেছে, কিন্তু তাঁদের নেতারা এখনও জুনিয়র স্তরের গুন্ডাদের মতো আচরণ করেন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি এলডিএফ এবং ইউডিএফ-কে বলতে চাই-আপনারা যদি আমাদের সংস্কৃতিকে অবমাননা করেন, তাহলে আমরা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করব না।” প্রধানমন্ত্রী এদিন জানান, ‘কৃষি উন্নয়ন এবং কৃষকদের স্বার্থে অনেক পদক্ষেপ নিয়েছে আমাদের সরকার। যুব সমাজের ক্ষমতায়নই আমাদের সরকারের লক্ষ্য। কেরল ও পর্যটনের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু, দুঃখের বিষয় হল ইউডিএফ এবং এলডিএফ সেই লক্ষ্যে কিছুই করেনি।” কেরলে ফাস্ট (fast) উন্নয়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “ফাস্ট মানে আমি বলতে চেয়েছি, মৎস্যজীবী ও সারের জন্য এফ। কৃষি এবং আয়ুর্বেদের জন্য এ। দক্ষতা বিকাশ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য এস এবং পর্যটন ও প্রযুক্তির জন্য টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.