এবার খড়গপুর সদরে বিজেপির প্রার্থী হিরণের হয়ে প্রচারে মহাগুরু চক্রবর্তী। মঙ্গলবার সকালে হুডখোলা গাড়িতে চেপে খড়গপুর সদরে নির্বানী প্রচারে মিঠুন। সঙ্গে প্রার্থী হিরণকে নিয়ে চলল রঙিন প্রচার। সুসজ্জিত গাড়িতে কোমর দোলাতেও এদিন দেখা গেল মিঠুনকে। রাস্তার দু’ধারে অসংখ্য বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি এদিন বিজেপির বর্ণাঢ্য রোড শোয়ে মিঠুনকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। আবেগাপ্লুত মহাগুরু নিজেও। বললেন, ‘‘বাংলার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক।’’
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর সভায় মিঠুনের গেরুয়াকরণ হয়েছে। একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে আজ সেসব অতীত। পুরনো দলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেছিলেন বহু আগেই। এরপর ভোটের মুখে এবার বিজেপিতে যোগ। ২৫ মার্চ থেকে পুরোদমে দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন মহাগুরু।
জেলায়-জেলায় দলী প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে কাছ থেকে দেখতে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি রীতিমতো ভিড় জমাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও। মঙ্গলবার খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মিঠুন। হিরণের সমর্থনে এদিন খড়গপুর রোড শো করেন অভিনেতা।
আজই নন্দীগ্রামেও রোড শো করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন সকালে নন্দীগ্রামে ভোটের প্রচারে ঝড় তুলবেন অমিত শাহ। তারপর বিকেলে নন্দীগ্রামে পৌঁছোবেন মিঠুন চক্রবর্তী। এরই পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, হুগলির তারকেশ্বরে রোড শো রয়েছে মিঠুনের। এদিন খড়গপুরে রোড শোয়ে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘বাংলার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক।’’
একুশের ভোট প্রেস্টিজ ফাইট। বাংলা দখলে মরিয়া পদ্ম শিবির। ইতিমধ্যেই প্রথম পর্বের নির্বাচন শেষ হয়েছে। প্রথম পর্বে ৩০টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা জয় পাবেন বলে আশাবাদী অমিত শাহ। অমিত শাহের এই দাবি ঘিরে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সাত পর্বের নির্বাচন বাকি বঙ্গে। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। এই কেন্দ্রেই ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিপক্ষে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। হেভিওয়েট দুই প্রতিদ্বন্দ্বীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।